নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৮:১০ পিএম


অস্ট্রেলিয়া
ছবি- আইসিসি

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শেষ হয়েছে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ২০২২-২৫ চক্র। স্বাগতিক দেশসহ চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল এই টুর্নামেন্টে সরাসরি খেলবে। যেখানে পয়েন্ট টেবিলের সবার ওপরে রয়েছে অজি মেয়েরা। সেই সঙ্গে নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা। কারণ, সর্বোচ্চ ৭টি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে অজি মেয়েদের। তারই ধারাবাহিকতায় নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দলটি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে চ্যাম্পিয়নশিপের ট্রফি তুলে দিয়েছে আইসিসি।  অজি অধিনায়ক অ্যালিসা হিলির হাতে মেলবোর্নে মর্যাদাপূর্ণ এই পুরস্কার হস্তান্তর করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান ও আইসিসির পরিচালক মাইক বেয়ার্ড। 

বিজ্ঞাপন

আইসিসি ২০১৪ সাল থেকে ওমেন্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত তিনটি চক্রেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগের দুবার এই ট্রফি উঠেছিল মেগ ল্যানিংয়ের হাতে, প্রথমবার অজি তারকা হিলি এই পুরস্কার জিতলেন।

অ্যালিসা হিলি বলেন, আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে আমরা খুবই রোমাঞ্চিত। এখানে দারুণ প্রতিযোগিতা হয়েছে এবং চূড়ান্ত সাফল্য পাওয়া আনন্দের। আমরা বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছি যে সেটি আগেই জানতাম, এখন টেবিলের শীর্ষ থাকা আমাদের জন্য বড় সুবিধা। 

‘বিশ্বকাপের জন্য এটি আমাদের কিছুটা এগিয়ে রাখবে। আমরা ভারতে অনেক খেলেছি, তবে সেখানকার কন্ডিশন বেশ রহস্যময়। কী মোকাবিলা করতে হবে সেটি নিশ্চিত নই, তবে নিশ্চিত যে দারুণ কিছু হবে।’

বিজ্ঞাপন

এবারের চক্রে মোট ১০টি দল অংশ নিয়েছিল। প্রতিটি দল চ্যাম্পিয়নশিপের অধীনে ২৪টি করে ম্যাচ খেলেছে। যেখানে টেবিল টপার অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৯। এ ছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ছয় দল হচ্ছে যথাক্রমে ভারত (৩৭), ইংল্যান্ড (৩২), দক্ষিণ আফ্রিকা (২৫), শ্রীলঙ্কা (২২) ও নিউজিল্যান্ড (২১)। 

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission