• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দুই মাস পর ফিরেই মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২
ছবি: এএফপি

দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি।

রোববার (১৫ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠে ফেরা মেসি রাঙিয়েছেন জোড়া গোল করে। এদিন ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথম ২ মিনিটের মাথায় গোল খেয়ে বসে মায়ামি। এরপর দীর্ঘ ২৫ মিনিট আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে ২৬ মিনিটে লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বলে মায়ামিকে সমতায় ফেরান মেসি। এর ৪ মিনিট না যেতেই র্ডি আলবার বাড়ানো বল দারুণ দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল পায়নি। তবে মেসি, সুয়ারেজ ও বুসকেটসরা হলুদ কার্ড দেখেছেন। ম্যাচের যোগ করা ৮ মিনিটের মাথায় মেসির বাড়ানো বলে গোল করেন সুয়ারেজ। অবশেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

আরটিভি/এসএপি/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল
হারের ম্যাচে ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি
বিশ্বকাপ নিয়ে যেসব প্রশ্নের মুখোমুখি হন মেসি
মেসির মায়ামিকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাবে ফিফা