ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

দুই মাস পর ফিরেই মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৪২ পিএম


loading/img
ছবি: এএফপি

দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠে ফেরা মেসি রাঙিয়েছেন জোড়া গোল করে। এদিন ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথম ২ মিনিটের মাথায় গোল খেয়ে বসে মায়ামি। এরপর দীর্ঘ ২৫ মিনিট আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে ২৬ মিনিটে লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বলে মায়ামিকে সমতায় ফেরান মেসি। এর ৪ মিনিট না যেতেই র্ডি আলবার বাড়ানো বল দারুণ দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল পায়নি। তবে মেসি, সুয়ারেজ ও বুসকেটসরা হলুদ কার্ড দেখেছেন। ম্যাচের যোগ করা ৮ মিনিটের মাথায় মেসির বাড়ানো বলে গোল করেন সুয়ারেজ। অবশেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

আরটিভি/এসএপি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |