গোয়ালিয়রে বাংলাদেশ ম্যাচকে কেন্দ্র করে যেসব নিষেধাজ্ঞা জারি করল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ , ০৫:১০ পিএম


বাংলাদেশ-ভারত
ছবি- বিসিবি

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। তবে শঙ্কার দোলাচলে থেকেও কানপুরে সুষ্ঠুভাবে ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে। এবার আলোচনায় গোয়ালিয়রের টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ আয়োজনের প্রতিবাদে শুরু থেকে সরব ছিল হিন্দু মহাসভা। ম্যাচ ঘিরে হুমকির কারণে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা আছে গোয়ালিয়র। ভেন্যুতে বাংলাদেশ ও ভারতীয় দলের আসার পথে রাস্তায় ছিল কারফিউ। 

ম্যাচের দিন ভারতীয় আইনের ধারা সেকশনের ১৬৩ জারি করা হয়েছে। বিক্ষোভ প্রদর্শন বন্ধ রাখার জন্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাঠে ব্যানার, টিফো নিয়ে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। শান্তি বজায় রাখার আহ্বান করা হয়েছে। 

বিজ্ঞাপন

প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের নিরাপত্তার ও ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকবেন ১৬০০ পুলিশকর্মী।  

জানা গেছে, নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মাঠে দাহ্য বস্তু নিয়ে যাতে কেউ না ঢোকে তা নিয়ে বিশেষ আইন জারি করা হয়েছে। ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোরকম আপত্তিজনক মন্তব্য এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। 

পাঁচ জনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। গোয়ালিয়র এলাকায় বিভিন্ন বাড়ির অন্তত ২০০ মিটারের মধ্যে দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

আরটিভি/এমএসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission