• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

গোয়ালিয়রে বাংলাদেশ ম্যাচকে কেন্দ্র করে যেসব নিষেধাজ্ঞা জারি করল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৭:১০
বাংলাদেশ-ভারত
ছবি- বিসিবি

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। তবে শঙ্কার দোলাচলে থেকেও কানপুরে সুষ্ঠুভাবে ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে। এবার আলোচনায় গোয়ালিয়রের টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ আয়োজনের প্রতিবাদে শুরু থেকে সরব ছিল হিন্দু মহাসভা। ম্যাচ ঘিরে হুমকির কারণে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা আছে গোয়ালিয়র। ভেন্যুতে বাংলাদেশ ও ভারতীয় দলের আসার পথে রাস্তায় ছিল কারফিউ।

ম্যাচের দিন ভারতীয় আইনের ধারা সেকশনের ১৬৩ জারি করা হয়েছে। বিক্ষোভ প্রদর্শন বন্ধ রাখার জন্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাঠে ব্যানার, টিফো নিয়ে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। শান্তি বজায় রাখার আহ্বান করা হয়েছে।

প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের নিরাপত্তার ও ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকবেন ১৬০০ পুলিশকর্মী।

জানা গেছে, নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মাঠে দাহ্য বস্তু নিয়ে যাতে কেউ না ঢোকে তা নিয়ে বিশেষ আইন জারি করা হয়েছে। ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোরকম আপত্তিজনক মন্তব্য এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচ জনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। গোয়ালিয়র এলাকায় বিভিন্ন বাড়ির অন্তত ২০০ মিটারের মধ্যে দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

আরটিভি/এমএসআর/এআর

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় সামগ্রী উদ্ধার অভিযান নিয়ে অপপ্রচার 
বিশ্ববিদ্যালয় দিবসে জবির স্লোগান ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’
অষ্টম শ্রেণি পাসে ৪৬০ জনকে চাকরি দিচ্ছে নৌবাহিনী
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৫ অক্টোবর)