• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৬:০৪
ইমরুল কায়েস
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অবহেলিত ক্রিকেটারদের তালিকা করলে সবার প্রথমে যে নামটি আসবে তিনি হলেন ইমরুল কায়েস। কারণ, সিরিজসেরা হয়েও দল থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটার তিনি। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যায় এই বাঁহাতি ব্যাটারকে।

কিন্তু এবার টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। আগামী ১৬ নভেম্বর এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় ইমরুল বলেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার ১৭ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ইমরুল কায়েস ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। অবশ্য বিপিএল শিরোপা জয়ী এই অধিনায়ককে ‘বি’ ক্যাটাগরিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেন।

ইমরুল কায়েস জাতীয় দলের জার্সিতে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৭৯৩০ রান করেছেন তিনি।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় ওয়াটসনের সঙ্গে ক্রিকেট একাডেমি তৈরি করছেন ইমরুল
বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম
ভোজন রসিকদের প্রিয় খাবারের তালিকায় যুক্ত হলো ক্রিকেট!
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলি দিপু