• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পার্থ টেস্ট

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
ভারত-অস্ট্রেলিয়া
ছবি-এএফপি

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে দূরে সরে গেছে ভারত। তাই অস্ট্রেলিয়া সিরিজের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে কোহলিরা। ফাইনালে উঠতে হলে ৪-১ ব্যবধানে এই সিরিজ জিততে হবে ভারতকে। তবে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সফরকারীরা।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে চমক দিয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তৃতীয় দিনের শেষ দিকে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে ৫৩৪ রানের লিড পেয়েছে সফরকারীরা। জবাব দিতে নেমে ২৩৮ রানেই গুটিয়ে গেছে অজিরা। এতে ২৯৫ রানের বড় জয় পেয়েছে ভারত।

এতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত-কোহলিরা অস্ট্রেলিয়ার মাটিতে রানের হিসেবে এর আগে ভারতের সবচেয়ে বড় জয়টি ছিল সেই ১৯৭৭ সালে। মেলবর্নে ২২২ রানে জিতেছিল তারা। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে ভারত।

অস্ট্রেলিয়ার সামনে চতুর্থ ইনিংসে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। অথচ, তৃতীয় দিন শেষে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে স্বাগতিকরা। চতুর্থ দিনের সকালে উসমান খাজাও (৪) মোহাম্মদ সিরাজের শিকার হলে ১৭ রানে ৪ উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। এরপর কেবল পরাজয় এড়ানোর লড়াই।

চেষ্টা করেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শরা। কিন্তু হেড ব্যক্তিগত ৮৯ এবং মার্শ ৪৭ রানে ফিরলে অস্ট্রেলিয়ার হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ ব্যাটার হিসেবে ক্যারি ৩৬ রানে বোল্ড হলে বিজয় উল্লাসে মাতে ভারত। ২৩৮ রানে দ্বিতীয় ইনিংস থামে অস্ট্রেলিয়ার।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া ওয়াসিংটন সুন্দর দুটি এবং হার্সিত রানা নেন এক উইকেট।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৭১ রানের জবাবে মাত্র ৭ রানে অলআউট, লজ্জার রেকর্ড
ভারত পালানোর সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
ভারতে মসজিদের সমীক্ষা ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু