• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রাদার্সকে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা বসুন্ধরা কিংসের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৩
ফেডারেশন কাপ
ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুমিল্লার বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তপু বর্মণের গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আসর শুরুর আগেই মাঠ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। প্রতিযোগিতামূলক ভালো ফুটবলের জন্য কুমিল্লার স্টেডিয়ামটি অনুপযুক্ত বলে দাবি জানিয়ে আসছিল বসুন্ধরা। তারা চেয়েছিল মাঠ পরিবর্তন করতে, তাতে সাড়া দেয়নি ব্রাদার্স। যার ফলে খেলার উপযোগী করতে গতকালই এই মাঠ থেকে ক্রিকেটের জন্য নির্মাণ করা পিচ সরানোর আয়োজন করা হয়।

এদিন বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই দেখার কথা থাকলেও মাঠের অবস্থাভেদে দর্শক টানতে পারেনি বাফুফে। মাঠের কন্ডিশনের প্রভাব পড়েছে ফুটবল খেলোয়াড়দের মাঝেও। গতিহীনভাবেই শুরু হয় ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা।

ম্যাচের শুরুতেই মিগেল ফেরেরা ব্রাদার্সের জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে তা বাদ যায়। প্রথমার্ধে মাঠের সাথে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টাতেই ব্যস্ত ছিল দল দুটি। ধীর স্থির ফুটবল খেলায় ব্যস্ত ছিল উভয় দলের ফুটবলাররা। প্রথমার্ধে চেষ্টা করলেও জালের দেখা পায়নি দুই দলই। তবে দুই গোল রক্ষকের ভূমিকা ছিল চোখে পড়ার মত।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ৬৯তম মিনিটে মিগেলের ক্রস থেকে হেড দিয়ে জালে বল জড়ান তপু বর্মণ। এরপর ব্রাদার্স আর কোন আক্রমণ কাজে লাগাতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

আরটিভি নিউজ/ এমএম/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন নয়্যার
জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন
পিএসজিতে যোগ দিচ্ছেন সালাহ!
মেসির নাম লেখা বুট পরে খেলবেন যে ১০ ফুটবলার