• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৫
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি- বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ড্র করেছিল বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজের মিশন শুরু করবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে আজ (রোববার) মাঠে নামবে মিরাজ বাহিনী। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যাবে বাংলাদেশ দলের একাদশে। কারণ, ইনজুরির কারণে এই সিরিজে থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং তরুণ তাওহীদ হৃদয়।

শান্তর পরিবর্তে মিরাজ অধিনায়কত্ব করলেও তার তিন নম্বর পজিশন নিয়ে চিন্তিত টাইগাররা। গুঞ্জন রয়েছে শান্তর অভাব পূরণে প্রথমবারের মতো তিনে ব্যাট করতে নামবে লিটন কুমার দাস। আর ওপেন করবেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।

চারে মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় না থাকায় পাঁচে আফিফ হোসেন ধ্রুব এবং ছয় নম্বর পজিশনে খেলবেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে থাকবেন জাকের আলী অনিক। তার ব্যাটিং পজিশন থাকবে সাত নম্বরে।

আর স্পিন বিভাবে মিরাজের সঙ্গে থাকবে নাসুম আহমেদ। আফগানিস্তান বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন এই বাঁ-হাতি স্পিনার। এদিকে পেস ইউনিটকে লিড দিবেন তাসকিন আহমেদ। আর মোস্তাফিজ ছুটিতে থাকায় একমাত্র বাঁ-হাতি পেসার হিসেবে একাদশে জায়গা পেতে পারেন শরিফুল ইসলাম।

তবে তৃতীয় পেসার হিসেবে একজনকে বেছে নিতে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগার ম্যানেজমেন্টকে। কারণ, টেস্টে দুর্দান্ত পারফর্ম করা নাহিদ রানা ও সদ্য শেষ হওয়ায় গ্লোবাল সুপার লিগে আলো ছড়ানো তানজিম সাকিবের মধ্যে একজনকে বেছে নিতে হবে।

কিন্তু ওয়ানডেতে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে তানজিম সাকিব। সে ক্ষেত্রে তাকে নিয়েই একাদশ সাজাতে চাইবে টাইগাররা।

এক নজরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশে সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত