বিজয় দিবস প্রীতি ম্যাচে রফিকের ঝোড়ো ব্যাটিং

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ , ০৮:০২ পিএম


বিজয় দিবস প্রীতি ম্যাচে রফিকের ঝোড়ো ব্যাটিং

মহান বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচে বড় জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ। আগে ব্যাট করা মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রানের সংগ্রহ পায়। মোহাম্মদ রফিকের ঝোড়ো ৫৮ রানের সুবাদে ৯ উইকেটে জিতেছে খালেদ মাসুদ পাইলটের দলটি।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৬ ডিসেম্বর) শহীদ মুশতাক একাদশের দেওয়া লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমেছিলেন বাঁ-হাতি ব্যাটার রফিক। বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফেরার আগে মাত্র ৩৬ বলে খেললেন ৫৮ রানের ইনিংস।

রফিক ফিরলেও, দলের জয় নিশ্চিত করে এহসান অপরাজিত ছিলেন ৪৩ রানে। আরেক অপরাজিত ব্যাটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফিস করেন ১৬ রান। ফলে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় শহীদ জুয়েল একাদশের।

বিজ্ঞাপন

ব্যাট করতে নেমে নান্নুর দলকে মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার শুরুটায় ভালোই করেন। অপি ১৪ রানে ফেরেন ফয়সাল হোসেন ডিকেন্সের বলে। আরেক ওপেনার ও বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার আউট হন ২৫ রানে। পরবর্তীতে মিনহাজুল আবেদিন নান্নু ১২, রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ১৯, মুশফিকুর ১০ এবং হাসিবুল হাসান শান্ত ১২ রান করেন। শহীদ মুশতাক একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে।

২টি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের ও রফিক। অর্ধশত ও ২টি উইকেট শিকার করে রফিক ম্যাচসেরা হয়েছেন।

আরটিভি/এমএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission