ঢাকা

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ , ১২:২৫ পিএম


loading/img

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা চয়া ২১ বলে ২৬, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯ রান করেন।

জান্নাতুল মাওয়া ৪৫ বলে অপরাজিত ৪৫ রান ও অধিনায়ক সুমাইয়া আক্তার ১১ বলে ১২ রান তুলে নেন।  ১৯ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন সাদিয়া আক্তার।

বিজ্ঞাপন

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তারের বোলিং তোপে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫ রান করেন নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন। এছাড়া ইরদিনা বেহ নাবিল ৩, নুর ইজ্জাতুল সায়াফিকা ৩ রান করেন।

বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ৫ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম।

৪৫ রান করে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া।

বিজ্ঞাপন

বাংলাদেশের সঙ্গে সুপার ফোরে বাকি তিন দলও নিশ্চিত হয়েছে। বাকি দলগুলো হলো— ভারত, শ্রীলঙ্কা ও নেপাল। 

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত ও নেপালের বিপক্ষে। ১৯ ও ২০ ডিসেম্বর হবে সুপার ফোরের চারটি ম্যাচ। সেরা দুই দল যাবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে ২২ ডিসেম্বর।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশের তরুণীরা। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |