• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

জ্যোতির পর পিংকির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০০
ছবি- সংগৃহীত

বাংলাদেশের নারী প্রথম শ্রেণির ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন ফারজানা হক পিংকি। সকালে নিগার সুলতানা জ্যোতি সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেন। তিনি হয়ে যান বাংলাদেশের নারী প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তারপর একই দিনে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান ফারজানা হক পিংকি।

সোমবার (২৩ ডিসেম্বর) নারী বিসিএলের তৃতীয় দিনে নর্থ জোনের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১০২ রান। ২২৬ বলে তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চারে। তবে তৃতীয় সেঞ্চুরিয়ান খেতাব মিস করলেন ইশমা তানজিম। ৯০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। সেন্ট্রাল জোনের সঙ্গে ম্যাচটি হয়েছে ড্র।

নারী বিসিএলের তৃতীয় দিনে আজ সকালেই সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের অধিনায়ক। সেন্ট্রাল জোনের হয়ে তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে।

১২৫.৫ ওভারে ৮ উইকেটে ৩৮৭ রান তুলতেই ইনিংস ঘোষণা করেন নিগার। ২৫৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২০টি চার ও ২টি ছক্কায়।

আরটিভি/এমএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোলে আল নাসরকে জিতিয়ে অন্যরকম ‘সেঞ্চুরি’ রোনালদোর
সেঞ্চুরি করার পরদিনই অধিনায়কত্ব হারালেন বিজয়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের জন্যই খেলবেন জ্যোতি
বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড, লিটন-তানজিদের সেঞ্চুরি