বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে টসের পর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল খান। ম্যাচ চলাকালীন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্টে ব্লক ধরে পড়ে জাতীয় দলের সাবেক এই ওপেনারের। তার হার্টে রিং পরানো হয়েছে।
তাই তামিমের বদলে এদিন মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাট করে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এতে ৭ উইকেটের বড় জয় পায় মোহামেডান।
সোমবার (২৪ মার্চ) প্রথমে ব্যাট করে এক বল থাকতে ২২৩ রানে অলআউট হয় শাইনপুকুর। দলটির অধিনায়ক রায়ান রাফসান ৭৭ রানের ইনিংস খেলেন। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার শরিফুল ইসলাম ৫৭ রান যোগ করেন।
জবাবে মোহামেডান ৪২.২ ওভারে জয় তুলে নেয়। ওপেনিংয়ে নেমে মেহেদী মিরাজ ও রনি তালুকদার ১৬৪ রান যোগ করেন। রনি ৮৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন। মিরাজ ৮৬ বলে ১০৩ রান যোগ করেন। তার ব্যাট থেকে ১০টি চার ও তিনটি ছক্কা আসে।
এর আগে মোহামেডানের হয়ে স্পিনার তাইজুল ইসলাম ৯ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। স্পিনার মিরাজ ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নেন। সাইফউদ্দিন নেন ২ উইকেট। ডিপিএলের অষ্টম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে মোহামেডান।
আরটিভি/এসআর