স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশি তাহমিদ ইসলাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০২:৩৯ পিএম


স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশি তাহমিদ ইসলাম
ছবি- সংগৃহীত

বক্সিং-ডে টেস্টে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া স্যাম কনস্টাসকে ছাড়া আলোচনায় ছিল বাংলাদেশের কোচ তাহমিদ ইসলামের নামও। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধারাভাষ্যকার কক্ষে ইশা গুহর স্যাম কনস্টাসকে নিয়ে আলোচনায় উঠে আসে বাংলাদেশি কোচের কথা। ভারতের বিপক্ষে ওপেনারদের ব্যর্থতাই চতুর্থ টেস্টে কনস্টাসকে জায়গা করে দেয়।  

বিজ্ঞাপন

ডেভিড ওয়ার্নারের অবসরের পর ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াডের জন্য স্টিভ স্মিথকে ওপেনারের জায়গায় খেলোনো হয়েছিল। এরপর চলতি সিরিজে ম্যাকসুয়েইনিকে অভিষেক করানো হয়। ব্যাট হাতে এই দুজনেই ওপেনিংয়ে ছিলেন ব্যর্থ। এরপরেই স্যাম কনস্টাসকে সিরিজের চতুর্থ ম্যাচের জন্য উড়িয়ে আনা হয় মেলবোর্নে। 

অস্ট্রেলিয়া এই ১৯ বছরের তরুণের মাঝেই পেল নতুন আশা। জাসপ্রিত বুমরাহর মতো সময়ের সেরা ফাস্ট বোলারকে রিভার্স সুইপে ছক্কা হজম করিয়েছেন। আবার স্কুপ করে বাউন্ডারিও হাঁকিয়েছেন। কনস্টাসের কল্যাণে ৩ বছর ও ৪৪৮৩ বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করলেন বুমরাহ।  এরপরেই মূলত দেশের ক্রিকেট ভক্তদের মাঝে আলোচনায় চলে আসেন বাংলাদেশের তাহমিদ ইসলাম। 

বিজ্ঞাপন

স্যাম কনস্টাসের ১৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসা আর এমন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য কৃতিত্ব পেতেই পারেন বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। মেলবোর্নের টেস্টে আছেন তিনিও। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ক্রিকেটারের ব্যক্তিগত কোচের উপস্থিত থাকবার সুযোগ নেই। কিন্তু প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি। এ ছাড়া কনস্টাসের বয়স বিবেচনা করে মেলবোর্নে তার ব্যক্তিগত ব্যাটিং কোচকে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে। আর সেই কোচ বাংলাদেশের তাহমিদ ইসলাম।

তাহমিদ ২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে ছিলেন। তবে সে বছর কোনো ম্যাচ খেলেননি তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে কোচিং পরিচয় নিয়ে বেশ আলোচনা তুলেছেন তাহমিদ ইসলাম। সিডনিতে বসবাসরত এই বাংলাদেশি ক্রিকেটার ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন। আর এই তরুণ অজি ওপেনারের মেন্টর হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন।

স্যাম কনস্টাসের সঙ্গে কেমন কাজ করা হয়, সেটাও অস্ট্রেলিয়ার গণমাধ্যমে জানিয়েছেন তাহমিদ। দ্য এজকে তিনি বলেন, ‘আমি তাকে (কনস্টাস) নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করে। যেটা খুব ভালোভাবে কাজে দিচ্ছে। আমাদের তিনজনের সম্মিলিত পথচলাটা দুর্দান্ত।’

বিজ্ঞাপন

তাহমিদ ইসলামের ক্রিকেট ক্যারিয়ার অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠে। সেখানেই ওয়েস্টার্ন সাবাবর্সের হয়ে সিডনি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলেছেন। এরপর যুক্তরাজ্যে খেলেছেন এসেক্স এবং ইয়র্কশায়ারের হয়ে। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নেটে বোলিং করেছেন। সেখান থেকেই সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে পরামর্শ দিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে খেলার। 

বর্তমানে তাহমিদ ইসলাম কোচিং করাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। সবশেষ যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটেও করেছেন তিনি। সেখানে কাজ করেছেন সানফ্রানসিসকো ইউনিকর্ন দলের সঙ্গে।

আরটিভি/এমএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission