ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফ্রান্সের দায়িত্ব ছাড়লেন দেশম, অপেক্ষায় জিদান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ১০:২৭ পিএম


loading/img
ছবি- এএফপি

দুর্দান্ত ফুটবল খেলে রাশিয়া ও কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফ্র্যান্স। এমবাপ্পেদের এই সাফল্যের অন্যতম নায়ক কোচ দিদিয়ের দেশমের। তরুণদের নিয়ে দল গড়ে বদলে দিয়েছেন ফরাসি ফুটবলকে। তবে ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স দলের দায়িত্বে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন দেশম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তারা জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দেশমের চুক্তি কার্যকর থাকবে এবং পরবর্তীতে তার দায়িত্ব পালনে আগ্রহ নেই।

বিশ্ব ফুটবলের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি, যিনি খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ১৯৯৮ সালে তার অধীনে ফ্রান্স প্রথমবার বিশ্বকাপ জিতেছিল এবং ২০১৮ সালে আবারও দেশমের কোচিংয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। 

বিজ্ঞাপন

২০১২ সালে লরাঁ ব্লাঁ’র কাছ থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব নেন দেশম। তার নেতৃত্বে ফ্রান্স ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালও খেলেছে, যদিও ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে পরাজিত হয়।

দেশমের উত্তরসূরি হিসেবে এগিয়ে আছেন ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান। একাধিক সূত্র জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে তার। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগ জয় করেছিলেন জিদান। 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |