• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

স্টেডিয়ামের গেটে মিরাজের গাড়ি আটকে দিলেন বিক্ষুব্ধ দর্শক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:২১
ছবি- আরটিভি

ক্ষমতার পালাবদলের পর নতুন নেতৃত্ব এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন কমিটির বড় আয়োজন এই বিপিএল। তবে বিপিএলের ১১তম আসর শুরুর আগমুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেল মিরপুর স্টেডিয়াম এলাকাতে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শক স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছেন। এ সময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা।

সোমবার (৩০ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শক মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা ১১টা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।

বিপিএল শুরুর আগে টিকিট নিয়ে অন্ধকারে ছিলেন দর্শকরা। গতকাল মিরপুরে সমর্থকদের বিক্ষোভের মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি।

টিকিট নিয়ে হতাশায় পড়ে দর্শকরা। অনেকে টিকিট না পেয়ে অব্যবস্থাপনাকেই দায়ি করেন। এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

আরটিভি/এমএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ
বিপিএলে টাইমড আউটের স্মৃতি, সাকিবকে মনে করিয়ে দিলেন মিরাজ
দর্শকদের জন্য সুখবর, আরও একটি বুথে পাওয়া যাচ্ছে বিপিএলের টিকিট
টিকিটের ভোগান্তি মেটাতে সপ্তাহখানেক সময় চেয়েছেন বিসিবি সভাপতি