বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় মিরাজকে জড়িয়ে ধরতে মাঠে ঢুকে পড়ে এক দর্শক। এরপর তাকে মাঠে বাইরে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি ঘটে ম্যাচের ১১তম ওভারের শেষের দিকে। এ সময় বোলিংয়ে ছিলেন আবু হায়দার রনি। হঠাৎ শহীদ মোস্তাক স্ট্যান্ড থেকে একজন দর্শক মাঠে প্রবেশ করে মিরাজের দিকে দৌড়াতে থাকেন। মিরাজ প্রথমে খেয়াল না করায় ওই দর্শক সামনে চলে আসায় কিছুটা আতঙ্কিত হয়ে ওঠে। তবে ওই দর্শক তাকে জড়িয়ে ধরে।
এরপরই আইনশৃঙ্খলা বাহিনী সেই ভক্তকে মাঠের বাইরে নিয়ে যান। চলতি বিপিএলে এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলো দর্শক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম। তবে ইনিংস বড় করতে পারেননি মিরাজ। ১২ বলে ২১ রান করে আউট হন তিনি। তিনে ব্যাট করতে নেমে ১৪ বলে ১২ রান করে রান আউট হন অ্যালেক্স রোস।
এরপর উইলিয়াম বোসিস্টোকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাঈম। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে খুলনা। ২১ বলে ৩৬ রান করে বোসিস্টো আউট হলেও ব্যাট চালাতে থাকেন নাঈম।
যার ফলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তিনি। ৫৫ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৫ বলে ২৯ রান করে ২০তম ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট তিনি। শেষ পর্যন্ত নাঈমের ৬২ বলের অপরাজিত ১১১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের বড় পুঁজি পায় খুলনা।
আরটিভি/ এসআর