ওরা তো মিথ্যাবাদী, জয়সাওয়ালদের এক হাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ০৩:২৩ পিএম


জায়সাওয়াল
ছবি- সংগৃহীত

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হেরেছে ভারত। দ্বিতীয় ইনিংসে জয়সাওয়ালের আউটের পর পথ হারায় আকাশী-নীলরা। আর এই আউটের সিদ্ধান্ত আসে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের কাছ থেকে। যা নিয়ে পক্ষে-বিপক্ষে সমালোচনা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের আম্পায়ারের দেওয়া এই আউট মানতে পারছেন না ভারতীয়রা। শরফুদ্দৌলার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। এই ঘটনায় ভারতীয় দলের তীব্র সমালোচনা করেছেন তিনি। 

বিজ্ঞাপন

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় ব্যাটার বলেন, বিতর্ক তৈরির মতো কিছু ছিল না। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমে উইকেটের পেছনে ক্যারির হাতে চলে গেছে। 

আকাশ দীপের কড়া সমালোচনা করে খান্না বলেন, আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।

ভারতের ব্যাটিং নিয়ে তিনি আরও বলেন, ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন ফর্ম ফিরে পাবেন তারা। অতি আক্রমণাত্মক ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারত দলের ভাগ্য পাল্টাবে বলে আশা করছি। 

অস্ট্রেলিয়ার জয়ের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ৮৪ রানে ব্যাট করা জয়সাওয়াল। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের করা ৭১তম ওভারের পঞ্চম বলে আউট হন তিনি। জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪০ রানে সেটি ভারতের সপ্তম উইকেটের পতন। এরপর মাত্র ১৫ রানে বাকি ৩টি উইকেট হারিয়ে অলআউট হয় ভারত।

বিজ্ঞাপন

জয়সাওয়ালের আউটের সময় দিনের খেলার ২১.২ ওভার বাকি ছিল। কামিন্সের বাউন্সারে হুক করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন কামিন্সদের আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেওয়া হয়। সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে। বল জয়সোয়ালের ব্যাট ও গ্লাভস পেরিয়ে যাওয়ার সময় রিয়েল টাইম স্নিকো প্রযুক্তিতে কোনো রেখা দেখা যায়নি। ফ্লাট লাইন ছিল।

কিন্তু ভিডিও রিপ্লেতে জয়সাওয়ালের ব্যাটের কানা ও গ্লাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা গেছে। শরফুদ্দৌলাও সে সময় বলেছেন এ কথা। চোখে যেটা তিনি দেখেছেন (বলের গতিপথ পাল্টানো), সে অনুযায়ীই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সাওয়ালকে আউট ঘোষণা করেন শরফুদ্দৌলা। 

আরটিভি/এসআর/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.