উড়ন্ত লিভারপুলকে রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ১১:০৯ এএম


ইংলিশ প্রিমিয়ার লিগ
ছবি- এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে রীতিমতো উড়ছে লিভারপুল। সবাইকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। তবে লিভারপুলের ঘরের মাঠে চমক দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত ফুটবল খেলে লিভারপুলকে রুখে দিয়েছে রেড ডেভিলসরা।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে অ্যানফিল্ডে লিসান্দ্রো মার্তিনেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন কোডি হাকপো। এরপর মোহামেদ সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু আমাদ দিয়ালোর লক্ষ্যভেদে ২-২ গোলে ড্র করে মাঠে ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথম ১০ মিনিটের গতিহীন ফুটবলের পর ত্রয়োদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণটি করে লিভারপুল। তবে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর, ফিরতি বল পেয়ে উড়িয়ে মারেন লুইস দিয়াস।

বিজ্ঞাপন

১৬তম মিনিটে সালাহর থ্রু বল বক্সে পেয়ে আলেক্সিস মাক আলিস্তেরের শট পা দিয়ে আটকান গোলরক্ষক আন্দ্রে ওনানা। কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে ভালো একটি সুযোগ পায় ইউনাইটেডও। কিন্তু সফল হতে পারেনি ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনো। এতে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অসাধারণ একটি গোল করে ইউনাইটেড। লিভারপুলের তিন খেলোয়াড়ের মধ্যে থেকে রক্ষণচেরা থ্রু পাস বক্সে বাড়ান ব্রুনো ফের্নান্দেস, আর বল ধরে বুলেট গতির কোনাকুনি শটে ক্রসবার ঘেঁষে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিনেস। 

পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি স্বাগতিকরা। মাক আলিস্তেরের পাস পেয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে একইরকম কোনাকুনি শটে সমতা টানেন হাকপো। লিগে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন এই ডাচ ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

৭০তম মিনিটে সালাহর স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সে ডাচ ডিফেন্ডার মাটাইস ডি লিখটের হাতে বল লাগলেও শুরতে রেফারির চোখ এড়িয়ে যায়; পরে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। এবারের লিগে মিশরের এই স্ট্রাকারের গোল হলো ১৮টি। 

এই গোলের পর মাঠে লিভারপুলের আধিপত্য বাড়ছিল। এর মাঝেই ৮০তম মিনিটে তাদেরকে স্তব্ধ করে সমতা টানে সফরকারীরা। আলেহান্দ্রো গার্নাচোর পাস বক্সের মাঝামাঝি পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড দিয়ালো। শেষ পর্যন্ত ড্র করে মাঠে ছাড়ে দুই দল।

এতে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ২০ ম্যাচ খেলা আর্সেনাল। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে একধাপ উঠে ১৩ নম্বরে ইউনাইটেড।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission