চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারতে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষেই চ্যাম্পিয়নস ট্রফির মিশনে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। কিন্তু তার আগে দুঃসংবাদ পেয়েছেন তিন পাক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেজাজ হারিয়ে আইসিসি থেকে শাস্তি পেয়েছেন শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ম্যাথু ব্রিটজকে, টেম্বা বাভুমা ও হেইনরিখ ক্লাসেনের আশি পেরোনো ইনিংসে ৩৫৩ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় পাকিস্তান।
এই ম্যাচে একের পর এক মেজাজ হারাতে দেখা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে। প্রতিপক্ষ খেলোয়াড়দের উত্তপ্ত (স্লেজিং) করার পাশাপাশি কেউ কেউ তাদের দিকে তেড়েও গিয়েছেন। এসব ঘটনার জেরে আইসিসির পক্ষ থেকে শাস্তি পেয়েছেন শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে জানায়, আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘনের দায়ে এই তিন ক্রিকেটারকে শাস্তি দেয়া হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করায় শাহিন আফ্রিদিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত শারীরিক অগ্রহণযোগ্যতা।
করাচিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করেন শাহিন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
আরেকটি ঘটনায় সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান গুলামকেও ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচের ২৯তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর তারা তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে মাতেন।
এতে তারা আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা, আচরণ কিংবা অঙ্গভঙ্গি করা যাবে না, যা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।
এই তিন ক্রিকেটারকে এক করে ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। তারা গত ২৪ মাসে প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন। তবে শাহিন, কামরান ও শাকিল সবাই শাস্তি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আরটিভি/ এসআর