ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বাংলাদেশ ম্যাচের আগে বড় সুখবর পেলেন গিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:১২ পিএম


loading/img
ছবি- এএফপি

রাত পোহালেই চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ভারত। যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আর এই ম্যাচের আগে আইসিসি থেকে বড় সুখবর পেয়েছেন ভারতের তারকা ব্যাটার শুভমান গিল। বাবর আজমকে পিছনে ফেলে ওয়ানডে ব্যাটারদের শীর্ষে উঠেছেন এই ডান হাতি ব্যাটার।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতে সেঞ্চুরি পেয়েছিলেন গিল। খেলেছেন ১১২ রানের ইনিংস। আরেকটিতে ৮৭ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ম্যাচে করেছেন ব্যক্তিগত সর্বনিম্ন স্কোর। তাও সেটি ছিল ৬০ রানের ইনিংস। ধারাবাহিক এই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। 
৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন শীর্ষে। অপরদিকে ফর্ম খরায় ভুগতে থাকা বাবর ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে নেমেছেন দুইয়ে। ২০২৩ সালেও বাবরকে টপকে শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মাহেশ থিকসানা। আর স্বীকৃতিস্বরূপ আইসিসির বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি। এতে আফগান তারকা রশিদ খানকে পিছনে ফেলেছেন তিনি।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পেয়েছেন ৪ ‍উইকেট। তাইতো ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন শীর্ষে। দুইয়ে থাকা রশিদ সবশেষ ডিসেম্বরে খেলেছিলেন ওয়ানডে। এবার অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে তার দল। যদিও নেই থিকশানার শ্রীলঙ্কা। তাই সম্ভাবনা আছে রশিদের শীর্ষস্থানে ফেরার।  

আর ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষেই আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

বিজ্ঞাপন

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |