ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারতের বর্ধমান যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হয়নি। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলে পড়ে সৌরভ গাঙ্গুলির গাড়ি।

ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাদপুরে, যেখানে একটি লরি হঠাৎ সৌরভ গাঙ্গুলির গাড়িবহরকে ওভারটেক করতে যায়। যার ফলে চালককে আচমকা ব্রেক করতে হয়। হঠাৎ ব্রেক করায় গাঙ্গুলির গাড়ির পেছনের অন্যান্য গাড়ি একে অপরকে ধাক্কা মারে এবং এর মধ্যে একটি গাড়ি সৌরভের গাড়িকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

দাদপুর থানার এক পুলিশ অফিসারের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ঘটনায় সৌরভের গাড়ির কোনও ক্ষতি হয়নি। সৌরভও কোনও রকম চোট পাননি। বহরের যে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, সে দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িচালকেরা কোনও চোট পাননি। সকলেই সুস্থ ছিলেন।

এই ঘটনার পর প্রায় ১০ মিনিট রাস্তার পাশে অপেক্ষা করতে হয় ভারতের সাবেক অধিনায়ককে। তারপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান এবং নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন।

এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন মহারাজ। বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠও পরিদর্শন করেন তিনি। সেখান থেকে যান বর্ধমানের রাধারাণী স্টেডিয়ামে। সেখানে বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সৌরভকে সম্বর্ধনা দেওয়া হয়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌরভ বলেন, আমি আপ্লুত। খুব ভাল লাগছে বর্ধমানে আসতে পেরে। তার থেকেও খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বিডিএস (বর্ধমান ক্রীড়া সংস্থা)-এর পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আসতে পেরে খুব ভাল লাগছে। ৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এই ভাবে জেলা থেকে খেলোয়াড় তুলতে হবে।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ-সভাধিপতি গার্গী নাহা, পুলিশ সুপার সায়ক দাস-সহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |