সব ঠিক থাকলে আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। আর এই আসরকে সামনে রেখে সহকারী বোলিং কোচ হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ করেছে চেন্নাই সুপার কিংস। এর আগে দুই দফায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
চেন্নাইয়ের কোচিং প্যানেল বেশ তারকাসমৃদ্ধ। সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং অনেক আগে থেকেই চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে আছেন। এ ছাড়া কোচিং প্যানেলে আছেন মাইক হাসি (ব্যাটিং কোচ) এবং এরিক সিমন্স (বোলিং কনসালট্যান্ট)। এবার যুক্ত হলেন শ্রীরাম।
এর আগে, শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে আটটি ওয়ানডে এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। এরপর ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন, সে সময়ই ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া।
আর ২০২২ সালের আগস্টে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পান শ্রীরাম। টি-টোয়েন্টি এশিয়া কাপ শেষে তার সঙ্গে চুক্তিও শেষ হয়। পরবর্তীতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আবারও তাকে নিয়োগ দেয় বিসিবি।
পাশাপাশি অভিজ্ঞতা রয়েছে আইপিএলেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছেন শ্রীরাম। সবশেষ বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে কোচ ছিলেন আইপিএলের লখনৌ সুপার জায়ান্টসের। এবার প্রথমবার যুক্ত হলেন চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে।
উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরদিনই ঘরের মাঠে চেন্নাই নিজেদের প্রথম ম্যাচে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
আরটিভি/এসআর-টি