আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। এর আগে নিজেদের নতুন অধিনায়কের নাম প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। এবারের আসরে রাজধানীর দলটিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল।
শুক্রবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
নতুন অধিনায়কত্ব পাওয়ার পর অক্ষর প্যাটেল বলেছেন, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য মালিকপক্ষ ও কোচিং স্টাফের প্রতি আমি কৃতজ্ঞ। ক্যাপিটালসের হয়ে খেলার সময় আমি একজন ক্রিকেটার ও ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছি এবং এখন নিজেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ও আত্মবিশ্বাসী মনে করছি।
আইপিএলের মেগা নিলাম থেকে লোকেশ রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটাল। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দিল্লির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল।
আপাতত নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চান রাহুল। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান। সে কারণেই অধিনায়কের বাড়তি বোঝা দিতে চান না রাহুল। তাই অক্ষরের উপর ভরসা রাখছে দিল্লি।
২০১৯ সালে প্রথমবার দিল্লি ক্যাপিটালসে যোগ দেন ৩১ বছর বয়সী অক্ষর। তারপর থেকে দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত ছয় মৌসুমে তিনি ৮২ ম্যাচে ৯৬৭ রান করার পাশাপাশি ৭.০৯ ইকোনমি রেটে ৬২টি উইকেট সংগ্রহ করেছেন।
দলের নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গ্রান্ধি বলেছেন, আমরা অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি ২০১৯ সাল থেকে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ এবং এই দলের মূল্যবোধের প্রতিফলন ঘটান।
‘গত দুই মৌসুমে তিনি ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন, এবং এখন স্বাভাবিকভাবেই অধিনায়কের ভূমিকায় এগিয়ে যাচ্ছেন। আমাদের কোচিং স্টাফ ও অভিজ্ঞ নেতৃত্ব গোষ্ঠীর পূর্ণ সমর্থন তার সঙ্গে রয়েছে। আমি নিশ্চিত, এই নতুন দায়িত্বে তিনি দুর্দান্ত কাজ করবেন।’
১৫০টি আইপিএল ম্যাচে অক্ষর প্যাটেল ১৬৫৩ রান ও ১২৩ উইকেট নিয়েছেন। ২০১৬ সালে ৫ বলে ৪ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি একটি দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর তিনি একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
আরটিভি/এসআর/এস