ভারত ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার কথা ছিল ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। তাই স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েই সৌদি আরবে ছুঁটে এসেছিলেন এই তরুণ ফুটবলার। তবে অনুশীলনে ভালো করলেও মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি।
এ নিয়ে ফুটবল পাড়ায় সমালোচনার ঝড় বইছে। আর ফাহামিদুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল সমর্থকরা। সেই সঙ্গে তাকে দলে ফেরাতে ‘লং মার্চ টু বাফুফে’ নামের কর্মসূচি ঘোষণা করে দেশের ফুটবল সমর্থকদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস এবং সাধারণ ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে ।
কিন্তু বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরা অকপটেই জানিয়ে দিয়েছেন, এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই।
তিনি বলেন, আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত।
এর আগেও ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি থেকে দেশে ফিরে তিনি বলেন, ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরও কিছু সময় প্রয়োজন।
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশ দলের। কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।
আরটিভি/এসআর