আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে পরিচিত একটি নাম জর্জ ফোরম্যান। মাত্র ১৯ বছর বয়সে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণ জিতে নিজের আবির্ভাবের জানান দিয়েছেন তিনি। এরপর গড়েছেন অসংখ্য কীর্তি এবং জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে। তবে এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই কিংবদন্তি।
শনিবার (২২ মার্চ) অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছে জর্জ ফোরম্যানের পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ফোরম্যানের পরিবার জানিয়েছে, আমাদের হৃদয় আজ বিক্ষিপ্ত। গভীর শোকের সঙ্গে, আমরা আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান সিনিয়রের প্রয়াণের খবর জানাচ্ছি। তিনি ২০২৫ সালের ২১ মার্চ, তার প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে পৃথিবী ছেড়েছেন।
‘তিনি ছিলেন একজন নিবেদিত যাজক, এক দয়ালু স্বামী, একজন প্রিয় বাবা, এবং এক গর্বিত দাদা ও প্রপিতামহ। তার জীবন ছিল অটুট বিশ্বাস, বিনয় এবং উদ্দেশ্যে পূর্ণ।’
পেশাদার বক্সার হওয়ার আগে টানা ৩৭ ম্যাচ জিতে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর মাত্র ১৯ বছর বয়সে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণ জিতে নিজের আবির্ভাবের জানান দেন। এরপর ১৯৭৩ সালে জ্যামাইকার কিংস্টনে আগেরবারের অপরাজিত চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারকে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়ন হন তিনি।
১৯৭৪ সালের ৩০ অক্টোবর কঙ্গোর কিনসাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে কিংবদন্তি মোহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ রিংয়ে ওঠেন জর্জ ফোরম্যান। মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যানের সেই বিখ্যাত লড়াই সবার মনে গেঁথে আছে।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ১০ জানুয়ারি টেক্সাসের মার্শালে জন্মগ্রহণ করেন ফোরম্যান। আমেরিকার দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত অঞ্চলে মায়ের সঙ্গে ছয়-ভাই বোন মিলে বেড়ে ওঠেন তিনি। পেশাদার বক্সিং ক্যারিয়ারে মোট ৭৬টি ম্যাচ জিতেছেন ফোরম্যান। এর ৬৮টিই নকআউটে, যা মোহাম্মদ আলীর প্রায় দ্বিগুণ।
আরটিভি/এসআর/এস