ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সাকিবের মতো সবাইকে জানিয়ে বিদায় নিতে চান তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ১১:০৫ পিএম


loading/img
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ায় অনেকটা চাপের ‍মুখে ওয়ানডে ক্রিকেটকে বিদায় নিতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অবসরের কথা জানান তারা। যা জাতীয় দলের অনেক সতীর্থই জানতে না।

বিজ্ঞাপন

তাই এমন ভাবে অবসর না নেওয়ার কথা বলেছেন তাসকিন আহমেদ। তিনি আরও জানিয়েছেন সবাইকে জানিয়ে মাঠ থেকেই বিদায় নিতে চান। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তাসকিন।

সিনিয়রদের অবসর নিয়ে এই টাইগার পেসারের ভাষ্য, আমরা এমন কিছু আগে থেকে জানতাম না। তবে যতটুকু জানতে পেরেছিলাম, তারা দ্রুতই অবসর নেবে। যদি চ্যাম্পিয়নস ট্রফির শেষ ম্যাচটা হত, তাহলে হয়তো বোঝা যেত যে তারা মাঠ থেকেই বিদায় নিচ্ছে। কিন্তু তারা অফ দ্য ফিল্ড থেকে অবসর নিয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের ক্রিকেটে সিনিয়রদের দীর্ঘদিন ধরে খেলে যাওয়ার প্রবণতা নিয়ে তাসকিন বলেন, অনেক সময় খেলোয়াড়দের জন্য একটু ব্রেকের দরকার হয়। কিন্তু দলে কেউ তা বলতেই সাহস করে না। সবাই ভাবে, যদি আমি বলি, তবে আমাকে বাদ দিয়ে দেয়া হতে পারে। এই চিন্তাভাবনা থাকলে কিন্তু ডমিনেটিং ক্রিকেটার হওয়া সম্ভব নয়। 

তবে সাকিব আল হাসানের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম ছিল। তিনি ম্যানেজমেন্ট ও সতীর্থদের আগেভাগেই জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এ নিয়ে তাসকিন বলেন, ‘সাকিব ভাই আগেই বলেছিলেন যে অবসর নিচ্ছে। 

তাই তাসকিনও চান, যখন বিদায় নেবেন, সেটা ঘোষণা দিয়েই করবেন এবং মাঠ থেকে ক্রিকেটকে বিদায় জানাবেন। ‘আমিও চাই মাঠ থেকে বিদায় নিতে, আল্লাহ যেন আমাদের এমন পরিস্থিতিতে না ফেলেন।’ 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |