আর্জেন্টিনার বিপক্ষে লজ্জার হার ও কোচ নিয়োগ নিয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৯:০৯ পিএম


নেইমার
ছবি: এএফপি

বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে ব্রাজিল। টানা চার ম্যাচ হারের রেকর্ডের পর ইতিহাসে প্রথমবার হোম এন্ড অ্যাওয়েতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে পরাস্ত হয়েছে সেলেসাওদের। এই জন্য কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফেডারেশন।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিপক্ষে লজ্জার হার নিয়ে এবার মুখ খুলেছেন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়র। পোলিস্তা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্জেন্টিনা ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

নেইমারের ভাষ্য, আমি ম্যাচটি দেখেছি, হার নিয়ে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেও কথা বলেছি। এটি দুঃখজনক, তাই না? আমরা সবাই জানি এভাবে ম্যাচ হারাটা ভালো কিছু নয়। তবে অন্যদিক বিবেচনা করলে, সবারই খারাপ দিন আসতে পারে। এটা ফুটবলেরই অংশ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের সঙ্গেও সেটাই ঘটছে।

বিজ্ঞাপন

এ ছাড়া জাতীয় দলের সতীর্থদের আরও নিবেদন বাড়ানো প্রয়োজন বলেও জানিয়েছেন নেইমার। তিনি বলেন, আমাদের প্রত্যেক ফুটবলারেরই নিবেদন অজানা নয়। তারা সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত। যা আমাদের আরও বেশি প্রয়োজন…।

আরও পড়ুন

সাফল্য পেতে নতুন কোচ খুঁজছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের কোচ নিয়োগ দেওয়া হবে আর তাতে নেইমারের মতো তারকার অভিমত থাকবে না তা কী হয়। এ বিষয়ে নেইমারের কাছে জানতে চাইলে, এ সবের মধ্যে জড়াতে চান না বলে জানিয়েছেন তিনি। 

নেইমার বলেন, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এর মধ্যে জড়াবেন না। আমি এখন বাইরে।

দরিভালের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন এমন কোচের তালিকায় আছেন তিনজন। তারা হচ্ছেন- কার্লো আনচেলত্তি, হের্হে জেসুস ও ফিলিপে লুইস। এর মধ্যে সবচেয়ে বেশি আনচেলত্তির নাম উচ্চারিত হলেও ব্রাজিল ফেডারেশনের সঙ্গে তার কোনো কথা হয়নি বলে জানান রিয়াল মাদ্রিদের কোচ। এতে গুঞ্জন উঠেছে জেসুসই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission