ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এফএ কাপের সেমিতে উঠতেই বড় দুঃসংবাদ সিটিজেন শিবিরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৬:৪৪ পিএম


loading/img
ছবি: এএফপি

সবচেয়ে বাজে এক মৌসুম পার করছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর প্রিমিয়ার লিগেও সুবিধা করতে পারেনি ইংলিশ ক্লাবটি। তবে বোর্নমাউথকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালের টিকিট পেয়েছে সিটিজেনরা। সেই সঙ্গে বড় একটি দুঃসংবাদও পেয়েছেন পেপ গার্দিওয়ালা।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। এই ম্যাচে মারাত্মক চোটে যে ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছেন আর্লিং হালান্ড।

এদিন ম্যাচের ৪৯ মিনিটে গোলও করেন হালান্ড। তবে গোল করার কয়েক মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডার লুইস কুক তাক বাজেভাবে ট্যাকল করলে গোড়ালিতে চোট পান তিনি।

বিজ্ঞাপন

শুরুতে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও টিকতে পারেননি ব্যথায়। চোটের গভীরতা টের পাওয়া যায় ম্যাচ শেষে। একটি ছবিতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা তারকা। কোচ পেপ গার্দিওয়ালা চোটের অবস্থা জানাতে পারেননি। আরও কিছু পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত।

AFP__20250330__38G42VL__v1__HighRes__FblEngFacupBournemouthManCity

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও বিরতির পর সিটিকে সমতায় ফেরান হালান্ড। পরে ওমার মার্মাউশের গোলে জয় নিশ্চিত হয় সিটির। আগামী ২৬ এপ্রিল সেমিফাইনালে সিটির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। সেই ম্যাচে হালান্ডকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |