ক্রিকেট মাঠে লেগস্পিনার হিসেবে আলো ছড়িয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন।এরপর থেকে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেতে থাকেন এই টাইগার লেগি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেলেও এনওসি জটিলতার কারণে কোনো লিগে খেলা হয়নি তার।
অবশেষে সেই স্বপ্ন এবার পূরণ হয় রিশাদের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হয়ে প্রথমবার বিদেশি লিগ খেলতে মাঠে নামলেন তিনি। আর প্রথমবার মাঠে নেমে শুরুটাও হলো দারুণ রেকর্ড দিয়ে।
রোববার (১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় পুঁজি পায় রিশাদের দল লাহোর। বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় কোয়েটা। এদিন বল হাতে ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন রিশাদ।
পিএসএলে এদিন রিশাদ বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের দুইয়ে উঠে আসেন। সেই সাথে পেছনে ফেলেছেন নিজ দেশের বিশ্বসেরা সাকিব আল হাসানকে। ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই দিন রেকর্ড বুকে তিনটি নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। যার মধ্যে দুটো পিএসএলে আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়।
অভিষেকে যে রেকর্ডে রিশাদ নাম লেখালেন
পিএসএলে বাংলাদেশের সেরা বোলিং ফিগার
২/১৪ - সাকিব আল হাসান, প্রতিপক্ষ লাহোর কালান্দার্স
৩/২১ - মাহমুদউল্লাহ রিয়াদ, প্রতিপক্ষ করাচি কিংস
৩/৩১ - রিশাদ হোসেন, প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
পিএসএলে বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং
৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স), প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
৪/২৬ - জেসন হোল্ডার (ইসলামাবাদ ইউনাইটেড), প্রতিপক্ষ লাহোর কালান্দার্স
ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে বাংলাদেশের সেরা বোলিং
৩/৩১ - রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) পিএসএল
২/২০ - তানজিম সাকিব (গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স) গ্লোবাল সুপার লিগ
২/২৬ - মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ) আইপিএল
আরটিভি/এসকে