ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, দেখে নিন সূচি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ০১:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। স্বাগতিকদের বিপক্ষে সাদা বলে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়া নারী দল। সাদা বলের সিরিজ খেলতে আগামী ২ মে বাংলাদেশের মাটিতে পা রাখবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো কক্সবাজার স্টেডিয়ামে হবে।

বিজ্ঞাপন

আগামী ৬ মে প্রথম ওয়ানডে দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দলের সিরিজ শুরু হবে। এরপর ৮ ও ১১ মে একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর দুই দিন বিরতি দিয়ে ১৪ মে থেকে টি-টোয়েন্টি সিরিজ কক্সবাজারের অ্যাকাডেমি মাঠে গড়াবে। এরপর ১৬ ও ১৮ মে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে। সিরিজের ওয়ানডে ম্যাচ সকাল ১০টায় ও টি-টোয়েন্টি ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সফরের সূচি: 
ওয়ানডে
৬ মে প্রথম ওয়ানডে
৮ মে দ্বিতীয় ওয়ানডে
১১ মে তৃতীয় ওয়ানডে

আরও পড়ুন

টি-টোয়েন্টি
১৪ মে, প্রথম টি-টোয়েন্টি
১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |