প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। আর এই সুযোগ লাগাতে ভুল করেননি রিশাদ। পিএসএলের অভিষেক আসরের প্রথম দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে ৬৫ রানের ব্যবধানে জিতেছে লাহোর। এই ম্যাচেও দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এতে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব হিসেবে রিশাদ দখলে নিলেন ফজল মাহমুদ ক্যাপ।
এর আগে গত রোববার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক হয় তার। ওই ম্যাচে তার দল জিতেছিল ৭৯ রানে। ম্যাচটিতে ৪ ওভার বল করে ৩১ রান খরচায় দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ।
দুই ম্যাচ মিলিয়ে তার উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬। আসরে অবশ্য ২ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন পাকিস্তানের আবরার আহমেদও। তবে ইকোনমি রেটে তিনি রিশাদের চেয়ে পিছিয়ে আছেন। রিশাদের যেখানে ওভারপ্রতি খরচ ৭ দশমিক ১২, সেখানে আবরারের খরচ ৯ দশমিক ৩৭।
উল্লেখ্য, আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি পেয়ে থাকেন পার্পল ক্যাপ। আর পিএসএলে মেরুন রঙের ক্যাপ। তবে সে ক্যাপের নাম ফজল মাহমুদ ক্যাপ।
আরটিভি/এসআর