ঢাকা

ইন্টারকে হারিয়ে ফাইনালে এসি মিলান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১২:৫৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে ইতালির ক্লাব ইন্টার মিলান। আকাশে উড়তে থাকা সেই ইন্টার মিলানকে এবার মাটিতে নামিয়ে আনলেন তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। কোপা ইতালিয়া থেকে ইন্টারকে বিদায় করেছে এসি মিলান। প্রথম লেগে খেলা ১-১ সমতায় শেষ হয়। এরপর বুধবার (২৩ এপ্রিল) এই দুই দল দ্বিতীয় লেগে মুখোমুখি হয়। সেই ম্যাচে ইন্টারকে ৩-০ গোলে পরাজিত করে কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করে এসি মিলান।         

বিজ্ঞাপন

দ্বিতীয় লেগে ইন্টারকে ৩-০ গোলে হারানোর কারণে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে ফাইনালের টিকিট পায় এসি মিলান। এই হারের ফলে ইন্টার মিলানের ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হলো না। 

শুরু থেকেই এই দুই দল নিজেদের শক্তি দিয়ে খেলতে থাকে। যার কারণে সহজেই গোলের দেখা পাচ্ছিলো না দল দুটি। খেলার সময় যখন ৩৬তম মিনিট ঠিক তখন ম্যাচের প্রথম গোল হয়। জেমিনেজের ক্রস থেকে হেডে গোল করে ইন্টারের জালে বল জড়ান লুকা ইয়োভিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দলের ব্যবধান বাড়ান সার্বিয়ান ফরোয়ার্ড লুকা। আর ৮৫তম মিনিটে ডি-বক্সে বাঁদিক থেকে ডাচ মিডফিল্ডার রেইনডার্স গোল করলে ইন্টারের পরাজয় নিশ্চিত হয়।     

বিজ্ঞাপন

এই ম্যাচ দিয়ে এসি মিলানের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা পেলো না ইন্টার। লিগে চলতি মৌসুমে মিলানের বিপক্ষে এক ম্যাচে হার ও এক ম্যাচে ড্র করেছে ইন্টার। ইতালিয়ান সুপার কাপের গত আসরের ফাইনালে ইন্টারকে হারিয়ে ট্রফি নিজদের ঘরে তুলে নেয় এসি মিলান।

আরও পড়ুন

     

উল্লেখ্য, আগামী রোববার (২৭ এপ্রিল) সিরি আ'তে রোমার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। লিগের শেষ ম্যাচেও বোলোগনার বিপক্ষে হেরেছে ইন্টার। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে খেলবে ইন্টার মিলান। 


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |