কোপা দেল রের ফাইনালে মাঠে নামার আগে অনুশীলন ও সংবাদ সম্মেলন বর্জন করে রিয়াল মাদ্রিদ। আর তাতেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সহ-সভাপতি হাভিয়ের তেবাস।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেরেজের কড়া সমালোচনা করে পোস্ট করেন হাভিয়ের তেবাস। যদিও পোস্টে তিনি রিয়াল সভাপতির নাম উল্লেখ করেননি।
এক্সে এক বার্তায় তেবাস বলেন, 'এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (ফ্লোরেন্তিনো পেরেজ) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রিয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চায় না, কারণ তিনি যা চান, এটা তা নয়।’
তেবাস আরও লিখেছেন, ‘আর এখন রিয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত হয়রানিতে বিরক্ত হয়ে রেফারির মন্তব্যের পর, তিনি (পেরেজ) যেভাবে জানেন, সেভাবেই সাড়া দিচ্ছেন। তিনি সংবাদ সম্মেলন বাতিল করছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে যাচ্ছেন, কোপা দেল রের ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করছেন এবং ফাইনালে যোগ দেবেন না বলে খবর ছড়াচ্ছেন।’
পেরেস ফুটবলের উন্নতি চান না বলেও তোপ দাগেন লা লিগা সভাপতি, ‘তিনি প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন… তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে। ’
উল্লেখ্য, আজ বাংলাদেশ সময় রাত ২টায় সেভিয়ায় ফাইনাল ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।
আরটিভি/এসকে