আর্থিক দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই ধারাবাহিকতায় আজ আবারও তদন্তের জন্য বিসিবিতে এসেছে দুদক।
শনিবার (১৭ মে) বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর এবং বয়সভিত্তিক দলগুলোর বিভিন্ন সিরিজ চলমান থাকায় হোম অব ক্রিকেট ফাঁকা ছিল।
তবে বেলা গড়াতেই উত্তাপ বাড়তে শুরু করে। কারণ দুপুর একটায় হঠাৎ করেই বিসিবিতে এসে হাজির দুদকের কর্মকর্তারা। আগেরবার তিনজন কর্মকর্তা এলেও এবার এসেছেন চারজন।
গঠনতন্ত্রের অনিয়ম, বর্তমান বোর্ডের বৈধতা, সাবেক বোর্ড সভাপতির সময়কালে তৃতীয় বিভাগ বাছাইপর্বের অনিয়ম-দুর্নীতি, বর্তমান বোর্ড সভাপতি অর্থাৎ ফারুক আহমেদের বিরদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে বলে জানা গেছে।
এদিনে দুদকের কর্মকর্তারা বিসিবিতে উপস্থিত হওয়ার ১৫ মিনিটের মধ্যেই সেখানে হাজির হয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এর আগে, গত মাসে বিপিএলের টিকিট বিক্রি এবং আর্থিক দুর্নীতিসহ তিনটি অভিযোগের তদন্ত করতে বিসিবিতে এসেছিল দুদক। সেবার তদন্ত শেষে বড়সড় অঙ্কের আর্থিক গড়মিলের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক।
আরটিভি/এসআর/এস