দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। মঙ্গলবার (১০ জুন) এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মাঠের নিরাপত্তায় থাকছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট, যারা সোমবার (৯ জুন) স্টেডিয়ামে মহড়া দিয়েছে।
গত ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচে (বাংলাদেশ ২-০ জয়) মাঠে ও গ্যালারিতে বিশৃঙ্খলার কারণে এবার বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) কোনো ঝুঁকি নিতে চায় না। গেট ভেঙে প্রবেশ ও মাঠে দর্শকের ঢুকে পড়ার মতো ঘটনায় শঙ্কিত কর্তৃপক্ষ এবার নিরাপত্তা বাড়িয়েছে।
বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, স্টেডিয়াম ও গেট পরিদর্শন করা হয়েছে। ডিএমপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সিঙ্গাপুর ম্যাচে লোকবল আরও বাড়ানো হবে।
খেলার দিক থেকেও উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচেই প্রথমবার বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে একসঙ্গে হামজা চৌধুরী ও সমিত সোমকে, সঙ্গে রয়েছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল হক।
চট্টগ্রামের ক্লাব ফর্টিজ এফসি গ্যালারিতে খেলা দেখতে না পারা সমর্থকদের জন্য বড় পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থা করছে। বাফুফে চায়, জাতীয় স্টেডিয়ামে ফুটবলের প্রত্যাবর্তন হোক গৌরবের, নয় দায়িত্বহীনতার উদাহরণ।
আরটিভি/এসকে