ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিগ ব্যাশে চ্যাম্পিয়ন দলে রিশাদ হোসেন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০২:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এবারও জায়গা করে নিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে দলে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স।

বিজ্ঞাপন

গত মৌসুমে দল পেলেও বিপিএলের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় খেলতে পারেননি। এবারো তার খেলা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র (NOC) পাওয়ার ওপর।

বৃহস্পতিবার (১৯জুন) বিগ ব্যাশের ড্রাফটে নাম উঠেছে আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটারের। যাদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়সহ অনেকে। তবে রিশাদ ছাড়া এখনো কারও দল মেলেনি।

বিজ্ঞাপন

ক্রিকেট অস্ট্রেলিয়া দুদিন আগে ড্রাফটে থাকা ৪৪০ পুরুষ ক্রিকেটার ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেখান থেকেই দল বেছে নেবে আসরের আট দল। 

আরও পড়ুন

বিগ ব্যাশ ও বিপিএলের সম্ভাব্য সময় কাছাকাছি। সেজন্য বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।তবে এখনও নির্ধারণ করা হয়নি দুটি আসরের কোনটির সময় সূচি। তবে তরুণ রিশাদের এমন সুযোগ বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় এক সুসংবাদ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |