ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ক্লাব বিশ্বকাপ

উড়ন্ত পিএসজিকে মাটিতে নামিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ১১:৪৩ এএম


loading/img
পিএসজির জালে বল পাঠিয়ে উপযাপন করছে বোতাফোগোর ফুটবলাররা। ছবি: এএফপি

চলতি বছরের শুরু থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে পিএসজি। ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে রীতিমতো উড়ছিল ফরাসি জায়ান্ট ক্লাবটি। তবে এবার তাদের মাটিতে নামিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পিএসজিকে হারিয়েছে দুর্দান্ত জয় এক জয় তুলে নিয়েছে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) সকালে ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বোতাফোগো। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন স্বদেশি স্ট্রাইকার ইগোর জেসুস।

ম্যাচ হারলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে পিএসজির ফুটবলাররা। ৭৫ শতাংশ বল দখল এবং ১৬টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন দুয়েরা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর মাঝেই ম্যাচের ৩৬তম মিনিটে সাভারিনোর পাস থেকে গোল করে বোতাফোগোকে এগিয়ে দেন ইগোর জেসুস। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। তাদের ডিফেন্সে ছিল তারা দৃঢ়। যার কারণে গোল হজম করেনি তারা।

বিজ্ঞাপন

‘বি’ গ্রুপের আরেক ম্যাচে সিয়াটেলকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিমিওনের দল। 

বিজ্ঞাপন

এতে জমে উঠেছে পয়েন্ট টেবিল। দুই ম্যাচে দুই জয়ে শেষ ষোলো প্রায় নিশ্চিত বোতাফোগোর। এদিকে অ্যাতলেটিকো ও পিএসজি একটি করে জয় পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে পিএসজি এবং তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচে কোনো পয়েন্ট না নিয়ে চারে অবস্থান করছে সিয়াটেল।   

আরটিভি/এসআর/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |