এক টেস্টেই ৪৩০ রান গিলের, রেকর্ড বই তোলপাড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৬:২৯ পিএম


এক টেস্টেই ৪৩০ রান গিলের, রেকর্ড বই তোলপাড়

রোহিত শর্মা অবসর নেওয়ার পর অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। এরপর থেকেই রীতিমতো উড়ছেন এই ভারতীয় ক্রিকেটার। অধিনায়ক হিসেবে মাঠে নেমে ৪ ইনিংসের তিনটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। এর মধ্যে একটি আবার ডাবল সেঞ্চুরি।

বিজ্ঞাপন

এজবাস্টন টেস্টে দুই ইনিংসে একটি ডাবল আর একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় অধিনায়ক। সবমিলিয়ে এক টেস্টেই তার ব্যাট থেকে এসেছে ৪৩০ রান। এতে করে রেকর্ডবইয়ে ওলটপালট করে ফেলেছেন গিল। 

একনজরে দেখে নিন গিলের ৬টি রেকর্ড

বিজ্ঞাপন

প্রথম

এজবাস্টনে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান গিলের। এর আগে ১৯৯০ সালে ভারতের বিপক্ষে গ্রাহাম গুচ করেছিলেন দুই ইনিংসে ৪৫৬ রান।

আরও পড়ুন

দ্বিতীয়

ক্রিকেটের ইতিহাসে এক টেস্টে দুটি দেড়শোর্ধ্ব ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটার গিল। ১৯৮০ সালে অ্যালান বোর্ডার পাকিস্তানের বিপক্ষে লাহোরে দুই ইনিংসে অপরাজিত ১৫০ এবং ১৫৩ রান করেছিলেন।

তৃতীয়

এক টেস্টে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি হাঁকানো নবম ব্যাটারও গিল। ভারতীয়দের মধ্যে গিলের আগে এমন রেকর্ড আছে কেবল সুনিল গাভাস্কারের।

চতুর্থ

এর আগে ভারতের মাত্র দুইজন অধিনায়কের উভয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ড আছে। ১৯৭৮ সালে ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কার ১০৭ এবং ১৮২ করেছিলেন। ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ এবং ১৪১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

এবার সেই তালিকায় যোগ দিয়েছেন শুভমান গিল। এ ছাড়াও ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো ভারতের দ্বিতীয় ব্যাটার গিল। এর আগে হেডিংলিতে রিশাভ পান্ত এই রেকর্ড গড়েছিলেন।

পঞ্চম
রবীন্দ্র জাদেজা ও শুভমান গিল ভারতের প্রথম জুটি যারা একই টেস্টে ১০০ এবং ২০০ রানের জুটিতে অবদান রেখেছেন।

ষষ্ঠ

এজবাস্টন টেস্টে চারটি সেঞ্চুরি জুটিতে অবদান রেখেছেন গিল। ভারতের প্রথম এবং টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission