এশিয়া কাপ আর্চারির কোয়ালিফিকেশনে রোমান সানার রৌপ্য
এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের রোমান সানা। ফিলিপাইনের ম্যানিলাতে ৩৮ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন রোমান।
ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ থ্রি ক্যাটাগরির এ প্রতিযোগিতায় ৭২০ পয়েন্টের লড়াইতে ৬৭১ পয়েন্ট লাভ করেন দেশ সেরা এ আর্চার। ৬৮৯ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ খাইরুল আনোয়ার।
এছাড়া বাংলাদেশের অপর দুই আর্চার- তামিমুল ইসলাম ৬৪৪ স্কোর গড়ে ২০তম ও ৬৪২ স্কোর গড়ে ২১তম স্থান অর্জন করেছেন হাকিম আহমেদ রুবেল। আগামীকাল (১১ সেপ্টেম্বর) এলিমিনেশন রাউন্ডে চাইনিজ তাইপে’র হুয়াং গুয়ান-ঝং এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তামিম। আর থাইল্যান্ডের থামোং উত্থায়ার বিপক্ষে লড়বেন রুবেল।
নারীদের রিকার্ভ কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২৩ পয়েন্ট নিয়ে ১৪তম হয়েছেন বাংলাদেশের বিউটি রায়। এলিমিনেশন রাউন্ডের লড়াইতে মালয়েশিয়ার আব্দুল হালিল নূর আফিসার মুখোমুখি হবেন বিউটি।
এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল। আগামীকাল (১১ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ আর্চার দল।
মিশ্র দলগত ইভেন্টেও শেষ আটে উঠেছে রোমান-বিউটির সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ড মিশ্র দলের মুখোমুখি হবে লাল-সবুজরা।
এ টুর্নামেন্টে চারজন আর্চারসহ সাত সদস্যের বাংলাদেশ দল অংশ নিচ্ছে। এ দলকে পৃষ্ঠপোষকতা করছে মধুমতি ব্যাংক লিমিটেড।
অগ
মন্তব্য করুন