এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবলের বাছাইয়ে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে রোববার লাল-সবুজদের প্রতিপক্ষ ইয়েমেন।
কাতারের রাজধানী অ্যাস্পায়ার ডোম ইনডোর স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।
প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের কাছে ২-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-০ গোলের জয় কিছুটা হলেও আত্মবিশ্বাসী লাল সবুজ প্রতিনিধিরা।
কাতারের সমান চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে ইয়েমেন। সমান সংখ্যক দুই ম্যাচ খেলে বাংলাদেশের অবস্থান তিন।
এখনও মূল পর্বে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে ইয়েমেনের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলার কিশোরদের। গ্রুপে দ্বিতীয় হলেও সুযোগ থাকবে সেরা রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে খেলার।
ওয়াই