সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) দুটি বয়সভিত্তিক টুর্নামেন্ট। সেপ্টেম্বরের শুরুতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট আর শেষদিকে হবে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট।
আসন্ন এ দুই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (২২ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয়েছে গ্রুপিংয়ের ড্র। দুটি টুর্নামেন্টেই বাংলাদেশ গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ভারতকে।
ফিফার নিষেধাজ্ঞা থাকায় শ্রীলঙ্কাকে বাদ দিয়েই গ্রুপিং করা হয়েছে।
অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারত ছাড়া বাংলাদেশকে লড়তে হবে নেপালের বিপক্ষে। আর ‘বি’ গ্রুপে রয়েছে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান
অপরদিকে অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত ও ভুটান। আর ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান।
উভয় টুর্নামেন্টেই দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।
সেপ্টেম্বরের ১ তারিখ ভুটানের থিম্পুতে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১০ সেপ্টেম্বর পর্দা নামবে টুর্নামেন্টটির।
আর ২১ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৩০ সেপ্টেম্বর পর্দা নামবে টুর্নামেন্টটির।