বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে উড়াল দিলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০১:০৮ পিএম


বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে উড়াল দিলেন হামজা চৌধুরী
ফাইল ছবি

ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পক্ষে খেলতে গত ১৭ মার্চ ইংল্যান্ড থেকে উড়ে এসেছিলেন হামজা দেওয়ান চৌধুরী। এরপর ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ নিজের অভিষেক ম্যাচটা খেলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার। ম্যাচটা গোলশূন্য সমতায় শেষ হলেও নিজের জাত ঠিকই চিনিয়েছেন হামজা। তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও সমর্থকরা। 

বিজ্ঞাপন

গত ১০ দিন পুরো দেশের ফুটবলপ্রেমীদের নিজের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সিলেটের এই ছেলে। কিন্তু, এবার এসেছে যাওয়ার পালা। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে দেশ ছেড়েছেন হামজা। জানা গেছে, সকাল পৌনে দশটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট, এরপর ওই ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন তিনি। 

বিজ্ঞাপন

হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে।

গত ১০ দিন বলতে গেলে হামজাময় ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ পেয়েছেন বিপুল সংবর্ধনা ও ভালোবাসা। ১৮ মার্চ রাতে হামজা যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে; পরের দিন ঢাকায় এসে যোগ দেন অনুশীলনে। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। 
 
আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission