• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo
টানা দ্বিতীয় সাফ জয়ের উল্লাসে মাতলেন বাঘিনীরা 
শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন 
সাফের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি স্বাগতিক নেপাল। দলের শক্তি বাড়াতে একাদশে তাই একটি পরিবর্তন এনেছেন গুরু পিটার বাটলার। ফরোয়ার্ড সাগরিকার জায়গায় খেলছেন শামসুন্নাহার জুনিয়র।  ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে সেমিফাইনাল জয় করা বাকি সবাই আছেন আজকের স্কোয়াডে।  আজকের ফাইনালটি নেপালের মেয়েদের জন্য বলা যায় প্রতিশোধের। ২০২২ সালে এ কাঠমান্ডুতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই সুখস্মৃতি নিয়ে আরেকটি ফাইনাল জেতার জন্য মরিয়া দাবিনা-তাহুরারা।   বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন আগেই বলেছেন, আমরা শিরোপা ধরে রাখার জন্য মাঠে নামবো। সবাই নিজের জন্য তথা দেশের জন্য খেলছে। আশা করছি সবাই সফল হতে পারবে। সানজিদা আক্তার তো গতবারের ছাদখোলা বাসে সংবর্ধনার কথা মনে করিয়ে দিয়েছেন। আজও শিরোপা জিতে তেমন সংবর্ধনা পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। আরটিভি/এসএইচএম  
ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার জন্মদিন আজ
রোনালদোর পেনাল্টি মিসে কপাল পুড়ল আল-নাসরের 
নারী সাফের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
নারী সাফ চ্যাম্পিয়নশিপ / নেপালের প্রতিশোধ নাকি বাংলাদেশের দ্বিতীয়
ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ার ঘটনায় হেরে গেছে ফুটবল: রিচার্লিসন
২০২৪ ব্যালেন ডি’অর ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেই সঙ্গে ফুটবল বিশেষজ্ঞরাও এগিয়ে রেখেছিলেন তাকে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না তিনি। তাই সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে যোগ দেননি রিয়াল মাদ্রিদের কেউই। সেখানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর।  তবে ভিনিসিয়ুসের ব্যালেন ডি’অর না পাওয়ায় ফুটবল হেরে গেছে মনে করেন তার জাতীয় দলের সতীর্থ রিচার্লিসন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। রিচার্লিসন লিখেছেন, ভিনির ব্যালন ডি’অর না পাওয়া বিব্রতকর ব্যাপার। আজ যদি কেউ হেরে থাকে তাহলে ফুটবল হেরেছে। তুমি বিশ্বের সেরা ভাই। কোন ট্রফি এটা বদলাতে পারবে না। এগিয়ে যাও আর চুপ থেকো না। আমরা পাশে আছি। এ ছাড়াও টনি ক্রুস, ভালভার্দে, চুয়ামেনি এবং কামাভিঙ্গারা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভিনির পাশে থাকার কথা জানিয়েছেন। রিয়ালের উরুগুয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দে লিখেছেন, কোনো পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরেও। ভালোবাসি ভাই।  ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি লিখেছেন,তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই। তুমি বিশ্বের সেরা খেলোয়াড়, কোন অ্যাওয়ার্ড অন্য কিছু বলবে না। ভালোবাসি ভাই।    গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে ৬ গোল করেন ভিনিসিয়ুস। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়। এ ছাড়াও ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ১৫ গোল করেন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ভিনি। তারপর ব্যালেন ডি’অর পুরস্কার জেতা হলো না এই তারকা ফুটবলারের। আরটিভি/এসআর
অবশেষে ব্যালন ডি’অর ইস্যুতে মুখ খুললেন ভিনিসিয়ুস
২০২৪ ব্যালন ডি’অর ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ গণমাধ্যমগুলো কয়েকমাস আগে থেকে খবর প্রকাশ করতে থাকে এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে ভিনির হাতে। সেই সঙ্গে ফুটবল বিশেষজ্ঞরাও এগিয়ে রেখেছিলেন তাকে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না ভিনি। তাই সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে যোগ দেননি রিয়াল মাদ্রিদের কেউই। সেখানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর।  এই ঘটনার পর সমালোচনার ঝড় বয়ছে সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্ত থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে ভিনির পাশে দাঁড়িয়েছে তার সতীর্থরাও। এবার নিজের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বলেছেন গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ভিনিসিয়ুস। ব্যালন ডি’অর না পাওয়ায় অনেকটা আক্ষেপে পুড়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে ভিনি লিখেছেন, এটা (ব্যালন ডি’অর) পেতে হলে আমাকে ১০ গুণ ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়।  গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে ৬ গোল করেন ভিনিসিয়ুস। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়। এ ছাড়াও ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ১৫ গোল করেন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ভিনি। আরটিভি/এসআর-টি  
ইতিহাস গড়ে কোপা ট্রফি জিতলেন ইয়ামাল
অনূর্ধ্ব-২১ ফুটবলারদের মধ্যকার বছরের সেরা পারফরমারকে কোপা ট্রফি দেওয়া হয়। কিন্তু মাত্র ১৭ বছর বয়সে স্পেনের জার্সিতে ইউরো জয় ও বার্সেলোনার হয়ে পুরো মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছেন লামিন ইয়ামাল।  সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডি’অর ঘোষণার অনুষ্ঠানে বার্সেলোনার স্প্যানিশ তারকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে ব্যালন ডি’অর জয়ের ভোটাভুটিতে অষ্টম হন ইয়ামাল। ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সেরা দশে জায়গা পান তিনি। ট্রফি হাতে পেয়ে ইয়ামাল বলেন, এই পুরস্কার জেতা সম্মানের বিষয়। আমি আমার মা, বাবা এবং আমার দাদিকে ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। আমার সতীর্থ, বার্সার সব স্টাফ এবং স্প্যানিশ জাতীয় দল এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে, জাভি (হার্নান্দেজ) এবং হ্যান্সিকে (ফ্লিক) ধন্যবাদ জানাতে চাই। গত ৪ বছরে তিনবারই কোটা ট্রফি জিতেছে বার্সার ফুটবলাররা, তাদের সবাই স্প্যানিশ। ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি জিতেছিলেন এই পুরস্কার। গেল বছর কোপা ট্রফি জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের রেকর্ডটি ব্রাজিলের সাবেক ফুটবলার রোনাল্ডোর। মাত্র ২১ বছর বয়সে ফুটবলের ব্যক্তিগত সেরা পুরস্কারটি জিতেছিলেন তিনি। ইয়ামাল যেভাবে খেলছেন, তাতে অনেকে আশা করছেন, দ্রুতই রোনাল্ডোর রেকর্ড ভেঙে দেবেন ১৭ বছর বয়সী এই তরুণ। ইয়ামালকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা আমাকে বলেছিল (আমি একদিন রোনাল্ডোর রেকর্ড ভাঙতে পারব)। তার (রোনাল্ডো) মতো ক্যারিয়ার পাওয়াটা চমৎকার হবে। আমি আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব ব্যালন ডি’অর জিততে পারব। এটি সব খেলোয়াড়ের একটি উদ্দেশ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, নিজেকে উপভোগ করা। আপনি যখন নিজেকে উপভোগ করেন, তখন সবকিছু ভালো হয়ে যায়। আরটিভি/এসআর-টি
নাটকীয়তা শেষে রদ্রির হাতে ব্যালন ডি’অর
নানা নাটকীয়তা শেষে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রিগো হার্নান্দেজের হাতেই উঠলো ২০২৪ ব্যালন ডি’অর। যদিও শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ‍জুনিয়র। মঙ্গলবার (২৯ অক্টোবর) রদ্রিকে বহুল কাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ। এদিন এলেন ক্রাচে ভর করে কালো স্যুট, বোট বো-টাই পরে অনুষ্ঠানে আসেন রদ্রি। জর্জ উইয়াহে তার নাম ঘোষণা করে গোল্ডেন বল তুলে দেন হাতে। এরপর প্রেমিকা লরার সামনেই উঁচিয়ে ধরেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর।  শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে পিছনে ফেলে ৬৪ বছর পর স্পেনের কোনো পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন জিতলেন রদ্রি। ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তারপর যথাক্রমে ভোট পেয়েছেন ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজ। গত মৌসুমে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন রদ্রি। যেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ। পুরো মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স। প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রথমবারের মতো স্প্যানিশ তারকা লুইস সুয়ারেজ জিতেছিলেন ব্যালন ডি’অর। এরপর রদ্রি এই পুরস্কার জিতলেন। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে তিনিই প্রথম এই পুরস্কার পেলেন। আরটিভি/এসএপি
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে ভারতকে। আগামী বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে গতবারের মতো এবারও শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। রোববার (২৭ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল।  এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল। ২০২২ সালে কাঠমান্ডুতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। খেলার ৬২ মিনিটে ভারতের সঙ্গীতা বাসফোরি ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৮৮ মিনিটে নেপালের তারকা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারি পাল্টা আক্রমণে অসাধারণ গোল করে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। এতে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গীতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি গোল বল পাঠান। ভারতের হয়ে লক্ষ্যভেদ করেন মনীষা ও কারিশমা সিরভোইকর। তবে অধিনায়ক আশালতা দেবীর শট পোস্টে লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা নেপালি গোলকিপার অঞ্জনা রানা মাগার। আরটিভি/ ডিসিএনই
ম্যাচসেরার পুরস্কার দুই সাবেক কোচকে উৎসর্গ করলেন তহুরা
নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এদিন হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছে তহুরা খাতুন। আর এই ম্যাচসেরা পুরস্কার সাবেক দুই কোচ গোলাম রাব্বানী ছোটন ও মফিজ উদ্দিনকে উৎসর্গ করেছেন এই ফুটবলার। এর আগে, ভারতকে হারানোর ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছিলেন তহুরা। জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার অকালপ্রয়াত বন্ধু সাবিনা খাতুনকে উৎসর্গ করেছিলেন তিনি। রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৭-১ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। এ ছাড়াও সাবিনা খাতুন দুটি, ঋতুপর্ণা চাকমা এবং মাসুরা পারভিন একটি করে গোল করেন। ম্যাচশেষে তহুরা বলেন, আমার ট্রফিটা সাবেক কোচ ছোটন স্যার (জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী) এবং যে জায়গা থেকে উঠে এসেছিলাম, সেই কলসিন্দুরের মফিজ স্যারকে (মফিজ উদ্দিন) উৎসর্গ করছি। আমার দুই প্রিয় কোচকে ট্রফিটা উৎসর্গ করতে পেরে ভালো লাগছে।’ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নিয়ে এই ফুটবলার বলেন, এ রকম তো আর কেউ ভেবে মাঠে নামে না। প্রথম থেকে চেষ্টা ছিল যেহেতু ওপরে খেলি সুযোগ পেলে যাতে মিস না হয়। ঠান্ডা মাথায় যেন ফিনিশ করতে পারি। সেই চেষ্টা ছিল।  আরটিভি/এসআর-টি
এবার রিয়ালের মাঠে বর্ণবাদী আচরণের শিকার ইয়ামাল
কয়েক বছর ধরেই স্পেনে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ফুটবলাররা। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে বেশ আতঙ্কেই থাকতে হয় কিছু খেলোয়াড়দের। যার প্রতিবাদে সবচেয়ে বেশি সরব ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। এবার তাদের মাঠেই বর্ণবাদী আচরণের শিকার হয়েছে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। শনিবার (২৬ অক্টোবর) রাতে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলের পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ামাল।  এরপর গোল উদযাপনের সময় একেবারে সামনের সারিতে থাকা একজন ভক্তের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হন ইয়ামাল। সেই ঘটনার ছবি ও ভিডিও এরমধ্যেই সংগ্রহ করেছে লা লিগা কমিটি এবং অ্যান্টি-ভায়োলেন্স কমিশন।  ইয়ামালকে ‘ফাকিং ব্ল্যাক’, ‘ফাকিং মুর’ এবং ‘ট্রাফিক লাইটে গিয়ে রুমাল বিক্রি কর’ এমন কিছু বাক্য ব্যবহার করেন সেই ব্যক্তি; যা সামাজিক মাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওগুলোতে স্পষ্টভাবে শোনা গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেবে লা লিগা কর্তৃপক্ষ। ঘটনার নিন্দা জানিয়ে এবং অপরাধীদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করার ঘোষণা দিয়ে এরমধ্যেই একটি জোরালো বিবৃতি জারি করেছে রিয়াল মাদ্রিদও। রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে লিখেছে, ফুটবল এবং খেলাধুলায় বর্ণবাদ, জেনোফোবিয়া বা সহিংসতাকে বোঝায় এমন যেকোনো ধরনের আচরণের তীব্র নিন্দা করে রিয়াল মাদ্রিদ এবং গভীরভাবে অনুতপ্ত। গত রাতে স্টেডিয়ামের এক কোণে কয়েকজন ভক্তের দ্বারা উচ্চারিত অপমানমূলক এই দুঃখজনক এবং ঘৃণ্য অপমানের অপরাধীদের সনাক্ত করার জন্য একটি তদন্ত শুরু করেছে, যাতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উল্লেখ্য, এল ক্লাসিকোতে টানা চার হারের পর জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। এতে ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আরটিভি/এসআর-টি