• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো
শেষ আটে কঠিন প্রতিপক্ষ স্পেন-জামার্নির, পর্তুগাল কাকে পেল?
নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্ব। আর এই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট পেয়েছে সেরা আট দল। যেখানে রয়েছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। শুক্রবার (২২ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে স্পেন ও জার্মানি। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে সিআর সেভেনের পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।  কোয়ার্টারে ইতালি ও জার্মানির মধ্য থেকে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে প্রতিপক্ষ হবে ডেনমার্ক-পর্তুগাল ম্যাচের বিজয়ী দল। আর নেদারল্যান্ডস-স্পেন দুদলের মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচের বিজয়ী দল। আগামী ২০ মার্চ উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ২৩ মার্চ।  গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। ওই চার গ্রুপ থেকে রানারআপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।  আরটিভি/এসআর/এস
মোহামেডানকে কাঁদিয়ে চ্যালেঞ্জ কাপের প্রথম চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি: রোনালদো
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে
কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ের  ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অক্টোবরের আগে চার ম্যাচ হেরে বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখেও পড়েছিল ভিনি-রদ্রিগোরা। গত মাসে চিলি এবং পেরুকে হারিয়ে ছন্দে ফিরেছিল ব্রাজিল। কিন্তু চলতি মাসে আবারও ছন্দ হারায় সেলেসাওরা। ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে তারা। এতে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ১-১ গোলের ড্র করার পর ঘরের মাঠে আজ (বুধবার) উরুগুয়ের বিপক্ষেও ১-১ ব্যবধানে ড্র করেছে। টানা দুই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন থেকে পাঁচে নেমে এসেছে দারিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৮।  ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে বিশ্বকাছে বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর ও বলিভিয়া। আর এই ছয় ম্যাচের ৪টিতে জয় পেতে হবে সেলেসাওদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৭। এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপেরট টিকিট। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বাড়ানোতে এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে। অর্থাৎ বাছাইপর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশ গ্রহণ করবে। সপ্তম স্থানে থাকা দলটি ইন্টারকনফেডারেশন প্লে-অফে সুযোগ পাবে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া ১০টি দলই ১২টা করে ম্যাচ খেলে ফেলেছে। এখনও ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া। আর ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল। তাই ব্রাজিল বিশ্বকাপ খেলতে হলে তাদের চারটি ম্যাচ জিততে হবে। কারণ, পয়েন্ট টেবিলে নিজের ৬ দলের মধ্যে রাখতে হলে ৪টি জয় খুবই গুরুত্বপূর্ণ। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিটি দলের ৬টা করে ম্যাচ বাকি রয়েছে। তাই যেকোনো অঘটন থেকে রক্ষা পেতে হলে সেলেসাওদের সমানে সেরাটা দেওয়া ছাড়া বিকল্প নেই।  আরটিভি/এসআর/এস  
ফেব্রুয়ারিতে সাফ টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ 
গত মাসের শেষ দিকে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। আর আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে সাবিনা-মারিয়াদের উত্তরসূরিরা। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (২০ নভেম্বর) এক সভায় এই সিদ্ধান্তে নিয়েছে সাফের কম্পিটিশন কমিটি। বাংলাদেশে ১১-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুনিয়র মেয়েদের এই টুর্নামেন্ট। স্বাগতিক দেশের নাম ঠিক হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।  এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়। এদিকে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ।  আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনও ঠিক হয়নি। এ সম্পর্কে হেলাল বলেন, মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে। আরটিভি/এসআর  
মেসিদের কোচ মার্টিনোর পদত্যাগ
পেরু ম্যাচ দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করেছেন লিওনেল মেসি। সেই সঙ্গে এই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর মধ্যেই যুক্তরাষ্ট থেকে দুঃসংবাদ পেয়েছেন মেসি। পদত্যাগ করেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। এক প্রতিবেদনে টিওয়াসি স্পোর্টস জানিয়েছি, আগামী শুক্রবার (২২ নভেম্বর) মার্টিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন। ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মার্টিনো। এরপর যুক্তরাষ্ট্রের দলটির সঙ্গে সময় ভালোই কাটিয়েছিলেন ৬২ বছর বয়সী এই কোচ। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের পেয়েছেন। বার্সেলোনার পুরাতন শিষ্যদের নিয়ে মার্কিন লিগে রীতিমতো আধিপত্য দেখিয়েছিলেন।  যদিও মায়ামির হয়ে শেষটা ভালো হয়নি মার্টিনোর। মেজর লিগ সকারের প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় মেসিরা। এরপরই মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো। মার্টিনোর অধীনে ২০২৩ লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। এ ছাড়াও চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। সেইসঙ্গে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়। তবে ক্লাব বিশ্বকাপে থাকছেন না এই কোচ। আরটিভি/এসআর-টি  
বছরের শেষ ম্যাচে গোল করে যা বললেন মার্টিনেজ
চলতি বছরের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর দুর্দান্ত ভলিতে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। টিওআইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, আমি খুশি। কারণ, পুরো পরিবার আজকে এসেছিল। আমি সবসময় নিজের সেরাটা দিতে চাই। এ বছরটা আমার জন্য খুব ইতিবাচক ও ভাগ্য সহায় ছিল।  তিনি আরও বলেন, আমরা জয় দিয়েই এটার শেষটা করতে পেরেছি। এটা দুর্দান্ত একটা বছর পারফরম্যান্সের, গোল করা, খেলার দিক থেকে। আমাদের খেলে খেলে উন্নতি করতে হবে।  আর্জেন্টিনার হয়ে মার্টিনেজের গোল সংখ্যা এখন ৩২টি। পেরুর বিপক্ষে গোল করে তিনি ছুঁয়েছেন ম্যারাডোনাকে, ছাড়িয়ে গেছেন গঞ্জালো হিগুয়েনকে। তার সামনে অবশ্য সুযোগ থাকছে তালিকায় নিজের নাম আরও ওপরে তোলার। তার আগের চার জনের মধ্যে কেবল মেসিই এখনও খেলছেন। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আরটিভি/এসআর  
হতাশায় বছর শেষ করল ব্রাজিল
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও হতাশার ড্র দিয়ে বছর শেষ করেছে ব্রাজিল।  বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ম্যাচের প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করে ব্রাজিল। ম্যাচের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদরিকো ভালবার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে।  এরপর ম্যাচের ৬২ মিনিটে গারসনের গোলে সমতা আনে ব্রাজিল। এরপর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। এই ড্রয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১২ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। আরটিভি/এসএপি-টি
মেসির রেকর্ড, জয়ে ফিরল আর্জেন্টিনা
প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এবার পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করে রেকর্ড করেছেন লিওলেন মেসি। বুধবার (২০ নভেম্বর) বছরের শেষ ম্যাচে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে এ জয় পায় স্ক্যালোনির দল। এদিন পেরুর বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় অ্যাতলেটিকো মাদ্রিদের সিমিওনেও দলে জায়গা পান। তবে পেরুর বিপক্ষে মাঠে তার কোনও অবদান ছিল না। ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসিরা। দ্বিতীয়ার্ধের দশম মিনিট ও ম্যাচের ৫৫তম মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোল করেন তিনি। এর পরেও একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা। পেরুর বিপক্ষে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করে রেকর্ড করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। এতে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন তিনি। এর আগে মেসির সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান। বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আরটিভি/এসএপি
৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা সৌদির
এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করেছে দেশটি। গত বছর অক্টোবরে একক বিডার হিসেবে শুধু মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির নাম এসেছিল। চলতি বছরের শেষ দিকে ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হবে। তার আগেই বিশাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। কিং সালমান স্টেডিয়াম নিয়ে মহা পরিকল্পনার কথা জানিয়েছে তারা।  মূলত, সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন ২০৩০ এর আওতায় হবে এ স্টেডিয়াম। ৯২ হাজার আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার। গতকাল (সোমবার) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ। সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল বলেন, বিশ্ববাসীর জন্য সৌদির আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ ২০৩৪ বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন। ফ্যানদের দারুণ এক অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থা করা হবে। প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে এর ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণও হয়েছে তাদের হাত ধরে। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুত সাশ্রয়ী প্রযুক্তি। এই ফুটবল স্টেডিয়ামে থাকবে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা। মূলত, এটি ব্যবহৃত হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে। নিরবিচ্ছন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোটও। জানা গেছে, কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম পুরোপুরি চালু হবে ২০২৯ সালের শেষ নাগাদ। ঘরোয়ার পাশাপাশি আঞ্চলিক টুর্নামেন্টের ভেন্যু হবে এটি। আর ২০৩৪ বিশ্বকাপ দিয়ে পাবে পূর্ণতা। আরটিভি/এসআর/এস