ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

সিঙ্গাপুরের কাছে হারের পর যা বললেন ক্রীড়া উপদেষ্টা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ১২:৩১ এএম


loading/img
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে জয়ের বিপুল প্রত্যাশা নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু ২-১ গোলের হারে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোলের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও ফিরতে পারেনি। ডিফেন্ডার তারিক কাজীর নেওয়া হেডটি যদি বার স্পর্শ না করে সামান্য নিচ দিয়ে যেত, তাহলে ম্যাচটা ড্র হতে পারত।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলের খেলায় সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে।’

এ ছাড়া, তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |