থাইল্যান্ডে অনুষ্ঠিত থাই ওপেন চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম।
রোববার (৬ এপ্রিল) থাইল্যান্ডের অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতেন থাই সাঁতারু তন না কান্তিমুল। ২৬.২৭ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি। দ্বিতীয় হওয়া সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তার পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।
এর আগে, শনিবার বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলামের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সময় লেগেছে ৫৮.৯০ সেকেন্ড, যেটা এই ইভেন্টে তার ক্যারিয়ার সেরা টাইমিংও। এত দিন সামিউলের সেরা টাইমিং ছিল ৫৮.৯৫ সেকেন্ড। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতা থাই সাঁতারুর টাইমিং ৫৬.৯৩ আর রুপা জেতা হংকংয়ের সাঁতারুর টাইমিং ৫৭.৮৪।
প্রসঙ্গত, বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে আছেন সামিউল। সেখানে মূলত উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। থাইল্যান্ডে হওয়া থাই ওপেন চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। গত বছর মালয়েশিয়ায় হওয়া এই প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল। এবার তার লক্ষ্য সোনা। এ ছাড়া, জুলাই-আগস্টে সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও সামিউলের অংশ নেওয়ার কথা রয়েছে।
২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
আরটিভি/কেএইচ/এস