• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
দেশের ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন
দাবাড়ু জিয়ার মৃত্যুতে সংকটে পরিবার, পাশে দাঁড়ালেন তামিম
গত ৫ জুলাই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই কিংবদন্তি দাবাড়ুর মৃত্যুতে বিপাকে পড়েছে একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য। ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও তা এখনও বাস্তবে রূপ নেয়নি। এরই মধ্যে জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। এ ছাড়া যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জিয়ার স্ত্রী লাবণ্য।  তিনি বলেন, তামিম আমাকে বলল যেকোনো সমস্যায় তার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বলল পড়াশোনা এবং খেলাটা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে। তাহসিনকে বলল যে, আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম, এটা তোমার বাবার জন্য কিছুই না। তামিমের ব্যবহারে মুগ্ধ জিয়ার স্ত্রী বলেন, তিনি অনেক ভালো ভালো উপদেশ দিলেন যেন তাহসিন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ আমার খুবই ভালো লেগেছে। তামিমের পাশাপাশি দেশের এই কৃতি দাবাড়ুর পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এ বিষয়ে লাবণ্য বলেন, সিইও (বিসিবি) সুজন ভাই বলেছেন একটা আবেদন করতে। সামনে তাহসিনের খেলা আছে সেটাতে বিসিবি সহায়তা করতে চায়। তাদের একটা প্রসেসিং সিস্টেম আছে এ জন্য সভাপতি বরাবর একটা আবেদন করতে বলেছেন সুজন ভাই। জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে সুপার গ্র্যান্ডমাস্টার হবে একদিন। কিন্তু আচমকা বাবার মৃত্যুর পর ছেলের সেই স্বপ্নপূরণ যেন থমকে গেছে।  আরটিভি/এসআর-টি  
তাইওয়ানে স্বর্ণ জিতেছেন বিকেএসপির তামিম 
অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি টেনিস তারকা নাদাল
আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা মিশন সম্পন্ন করল ব্রাজিল
মোর্শেদকে হটিয়ে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়
প্রতিপক্ষকে হাফ ডজন গোলে ভাসিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
প্রথমার্ধে লড়াইটা ছিল সমানে সমান। বরং সার্বিক বিচারে আর্জেন্টিনাকেই মনে হচ্ছিল ছোট দল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই সেই ভুল ভেঙে দেয় আলবিসেলেস্তেরা। ছয় ছয়টা গোল করে প্রতিপক্ষ কাজাখস্তানকে লজ্জায় ডোবায় তারা। সেইসঙ্গে কেটে ফেলে সেমিফাইনালের টিকিটটাও।  ফিফা ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সোমবার (৩০ সেপ্টেম্বর) কাজাখস্তানকে ৬-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিন প্রথমার্ধে খুব একটা লড়াই-ই করতে পারেনিন আর্জেন্টিনার খেলোয়াড়রা। কাজাখস্তানের ১৪ শটের বিপরীতে তারা নিয়েছিল ১৩ শট। এর মধ্যে কাজাখস্তান ৫টি শট অন টার্গেটে রাখলেও আর্জেন্টিনা রাখতে পেরেছিল মাত্র ৩টি। শেষমেষ প্রথমার্ধের ২০ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে টার্ফে নেমেই একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। সুযোগটা অবশ্য তৈরি করে দেন কাজাখস্তানের গোলরক্ষক হিগুইতা। টানা দুই গোল হজমের পর পোলপোস্ট ছেড়ে আক্রমণে ওঠেন তিনি। তাতে গোলপোস্ট এক রকম ফাঁকা পেয়ে একের পর এক বল জালে জড়াতে থাকেন আর্জেন্টিনার ফুটবলাররা। অন্যদিকে গোলরক্ষকসহ পাঁচজনের সবাই আক্রমণে গিয়ে মাত্র একবার সফল হয় কাজাখস্তান। সেটাও আর্জেন্টিনার গোলরক্ষক গোলপোস্ট ছেড়ে অনেকটা বেরিয়ে আসায়। ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে গোলরক্ষকের অনুপস্থিতিতে বারে বল সেভ দিতে গিয়ে হাতের স্পর্শ লাগে দওরেন তুরসাগুলভের। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবে ফুটবলের মতো ফুটসালে লাল কার্ড দেখলে খেলোয়াড় কমে না। তার পরিবর্তে অন্য একজনকে নামায় কাজাখস্তান। এদিকে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৬-১ গোলের জয়ে শেষ চারে জায়গা করে নেয় তারা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন কেভিন আরেইতা। একটি করে গোল করেন মাতিয়াস রোজা, আনহেল ক্লওদিনো, সেবাস্তিয়ান কোর্সো ও লুকাস বোলো আলেমানি। কাজাখস্তানের হয়ে একমাত্র গোলটি করেন দওরেন তুরসাগুলভ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে আগামী ৩ অক্টোবর ফ্রান্সের মোকাবিলা করতে হবে তাদের। ওই ম্যাচ জিতলে ৮ বছর পর ফের শিরোপা জয়ের হাতছানি থাকবে আর্জেন্টিনার সামনে। টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে লড়বে ব্রাজিল-ইউক্রেন। ফাইনাল মাঠে গড়াবে ৬ অক্টোবর।    আরটিভি/এসএইচএম
রংপুর বিভাগের ১৬ টি ক্লাবের সমন্বয়ে সেবা পক্ষ ও মেলার উদ্বোধন
সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল’র রংপুর বিভাগীয় অক্টোবর সেবাপক্ষ ও সেবা মেলা শুরু হয়েছে। রংপুর বিভাগের ১৬টি লায়ন্স ক্লাবের অংশগ্রহণে সেবা পক্ষের উদ্বোধন করা হয়।  বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ সেবা পক্ষের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ-২ এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ (এমজেএফ)। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা সেবা পক্ষ উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দেওয়া স্টল ঘুরে দেখেন। এ সময় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপলক্ষে সেবা মেলায় লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের পক্ষে দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়। দুস্থ মোকছেদুলের হাতে ছাগল তুলে দিয়ে সেবা কার্যক্রমের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ। পরে ক্লাবগুলোর পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হয়।  এসব সেবা কর্মসূচির মধ্যে ছিল ডায়াবেটিস চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়, অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা, দন্ত চিকিৎসা, দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তাসহ রিক্সাভ্যান, খাদ্য, বস্ত্র,সেলাই মেশিন,খেলার সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ। এ ছাড়া বিভিন্ন প্রজাতির বৃক্ষও বিতরণ করা হয়। সেবা মেলায় রংপুর বিভাগের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার, নীলফামারী লায়ন্স ক্লাব, জলঢাকা লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এরিস্টোক্রেসট,পঞ্চগড় লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব অব লালবাগ, কুড়িগ্রাম লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব অব বেগম রোকেয়া, লায়ন্স ক্লাব অনন্ত অংশ নেয়।  সেবা পক্ষ ও সেবা মেলা উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলার লায়ন সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান দুটি পর্বে হয়।  প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের বিদায়ী সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার। শেষ পর্বের অনুষ্ঠানে সভাপতি করেন একই ক্লাবের নবাগত সভাপতি জাকির হোসেন মেনন। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা (পিএমজেএফ) দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ), প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহমেদ, ক্যাবিনেট ট্রেজারার ইফতেখার আহমেদ পুলক, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার, ক্লাব জোন চেয়ারম্যান মোস্তাফিজ আহমেদ রাজা, রিজিয়ন কো-অর্ডিনেটর রানা আজহার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সহ সভাপতি হাজী আলী ইমাম, সাধারণ সম্পাদক হাসান ইমাম, লায়ন আলহাজ্ব আনোয়ার আলী প্রমুখ।  
টিভিতে আজকের খেলা
কানপুর টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নামবে ভারত-বাংলাদেশ। এ ছাড়াও শনিবার (২৮ সেপ্টেম্বর) টিভিতে আজ বেশকয়েকটি ম্যাচ রয়েছেন।     ক্রিকেট কানপুর টেস্ট, দ্বিতীয় দিন বাংলাদেশ-ভারত সকাল ১০টা, টি স্পোর্টস ও গাজী টিভি গল টেস্ট, তৃতীয় দিন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সকাল ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫ টি-টেন জিম-আফ্রো টি-১০ সন্ধ্যা ৭টা, রাত ৯টা ১৫ মি. ও ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১ ফুটবল বুন্দেসলিগা বায়ার্ন-লেভারকুসেন রাত ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানসিটি-নিউক্যাসল বিকেল ৫টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ আর্সেনাল-লেস্টার সিটি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ উলভারহ্যাম্পটন-লিভারপুল রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ আরটিভি/ এসআর
টিভিতে আজকের খেলা
কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ ছাড়াও শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ক্রিকেট কানপুর টেস্ট-১ম দিন বাংলাদেশ-ভারত সকাল ১০টা, টি স্পোর্টস ও গাজী টিভি গল টেস্ট-২য় দিন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সকাল ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫ ৪র্থ ওয়ানডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বিকেল ৫টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ৫ টি-১০ ক্রিকেট জিম-আফ্রো টি-১০ সন্ধ্যা ৭টা, রাত ৯-১৫ মি. ও ১১-৩০ মি., স্টার স্পোর্টস ১ টেনিস জাপান ওপেন বিকেল ৪টা ৩০ মিনিট, ইউরোস্পোর্ট ফুটবল সৌদি প্রো লিগ আল নাসর-আল ওয়েহদা রাত ৯টা ২০ মিনিট, সনি স্পোর্টস ২ আল কাদসিয়া-আল আহলি রাত ১২টা, সনি স্পোর্টস ১ বুন্দেসলিগা ডর্টমুন্ড-বোখুম রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২
বিশ্ব স্কোয়াশ দিবস উদযাপন
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপি পালিত হলো ‘বিশ্ব স্কোয়াশ দিবস ২০২৪’।  শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপি নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়। যার মধ্যে ছিল- খেলোয়াড়দের অংশগ্রহণ র্যালি, স্কুল-মাদ্রাসায় স্কোয়াশের জনসংযোগ, প্রীতি প্রতিযোগীতা, সংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরনী ইত্যাদি। এবার খেলোয়াড়দের সংখ্যা বেশি হওয়ায় ঢাকা স্কোয়াশ একাডেমি, কালশী, ভাষানটেক ও সাগুপ্তা এলাকা ঘিরে মূল আয়োজন করা হয়।  স্কোয়াশ ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি ২০২০ সালের ১০ অক্টোবর বিশ্ব স্কোয়াশ দিবস থেকে কাজ শুরু করে। তাই একই সাথে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন তার ‘দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ২০২৫ (স্বপ্ন যাত্রা ২০২৫)’-এর  চতুর্থ বর্ষ উদযাপন করছে। এই চার বছরে অনেক কিছুই (স্কোয়াশের পুন:জাগরণ) করা সম্ভব হলেও আরো অনেক কিছু করার বাকি আছে।  বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সংগঠকরা মনে করছেন,  নিজস্ব কমপ্লেক্স পাওয়াটা এই মুহূর্তে তাদের প্রথম ও প্রধান কাজ। পাশাপাশি অর্জনকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেয়ে এসএ গেইমসে মেডেল উদ্ধারসহ বিশ্ব স্কোয়াশ মঞ্চ থেকে অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ।  আরটিভি/ডিসিএনই  
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই
ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন। দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন অঘোর মন্ডল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান। তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে রেখেছিলেন অঘোর মন্ডল। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তার সাংবাদিক জীবনের শুরু হয়। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি ও হৃদরোগের গুরুতর সমস্যায় ভুগছিলেন অঘোর মন্ডল। এই জটিলতার পাশাপাশি গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন। পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় আইসিইউ এবং লাইফ সাপোর্টে ছিলেন। অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার চিকিৎসা ও পরিবারের পাশে সার্বক্ষণিক ছিল স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন। আরটিভি/এসআর/এসএ
ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে নীড়ের চমক
বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে গতকাল (শনিবার) ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের অন্যতম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। তবে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে রাজীবের পরিবর্তে খেলতে নেমে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। ফিদে মাস্টার নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এবার ইসরায়েলের গ্রান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধি।  গত পরশু রাতে দশম রাউন্ডে প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে।  প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন।  ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়স্ক আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন। আরটিভি/এসআর/এআর