প্রথম সেমিফাইনালে হাবিবুল বাশারের টাইটানস খুলনাকে ৩ রানে হারিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে খালেদ মাসুদ পাইলটের একমি রাজশাহী। দ্বিতীয় সেমিফাইনালে সানোয়ার হোসেনের বসুন্ধরা ঢাকা ডিভিশনকে ১৬ রানে হারিয়ে তাদের সঙ্গী হলো হাসিবুল হোসেন শান্ত’র এক্সপো অলস্টার্স।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়ে অলস্টার্স। দলের হয়ে ৪০ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন এহসানুল হক সেজান।
ঢাকা ডিভিশনের হয়ে শফিক আল জাবির তিনটি এবং দু’টি করে উইকেট নেন আরাফাত সালাউদ্দিন ও হুমায়ুন কবির।
জবাবে ব্যাট করতে নেমে অলস্টার্সের বোলিং তোপে পড়ে ঢাকা ডিভিশন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ৯৭ রানে গুটিয়ে যায় সানোয়ার বাহিনী।
এর আগে প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রানের সংগ্রহ গড়ে একমি রাজশাহী মাস্টার্স। জবাবে ব্যাট করতে নেমে সবক’টি ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান তুলতে সক্ষম হয় হাবিবুল বাশারের টাইটানস খুলনা। এতে ৩ রানের জয় নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে খালেদ মাসুদ পাইলটের রাজশাহী।
২৯ জুলাই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে রাজশাহী –অলস্টার্স।
ডিএইচ