ইউটিউব শর্টস নির্মাতাদের জন্য বড় সুখবর দিয়েছে প্ল্যাটফর্মটি। ভিডিও নির্মাণ এখন হবে আরও সহজ ও দ্রুত। কারণ, নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করতে যাচ্ছে ইউটিউব। এ টুলটির নাম ‘ভিও থ্রি’, যা তৈরি করেছে ইউটিউবের মূল কোম্পানি গুগল।
ইউটিউবের সিইও নীল মোহন জানিয়েছেন, এই উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে শুধু লেখার মাধ্যমে ভিডিও তৈরি করা যাবে। ভিডিও ধারণ, স্ক্রিপ্ট লেখা কিংবা সম্পাদনার ঝামেলা ছাড়াই কয়েক সেকেন্ডেই তৈরি হবে শর্টস কনটেন্ট। চলতি বছরেই প্রযুক্তিটি চালুর পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। তবে একইসঙ্গে কিছু শঙ্কার কথাও বলছেন তারা। তাদের মতে, এআইনির্ভর ভিডিও নির্মাণ জনপ্রিয় হয়ে উঠলে পেশাদার নির্মাতাদের চাহিদা কমে যেতে পারে। যা অর্থনৈতিকভাবে এই খাতে প্রভাব ফেলতে পারে।
এছাড়া নীতিমালার অভাবে এআই কনটেন্ট বিভ্রান্তিকর বা ক্ষতিকরও হতে পারে। সময় মতো যথাযথ নীতিমালা প্রণয়ন না করলে এআইনির্ভর ভিডিওর বিস্তার ব্যবহারকারীদের জন্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর হতে পারে।
তবে ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় সুযোগ। তরুণদের কাছে জনপ্রিয় শর্টস এখন আরও সহজে তৈরি করে ইউটিউবে আয় করার পথ খুলে দেবে নতুন এই প্রযুক্তি।
আরটিভি/এসকে/এআর