ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ফেসবুকে থাকছে না কোনো ‘ভিডিও’, যা জানা গেল

আরটিভি নিউজ  

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৫:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফেসবুকে ভিডিও কনটেন্টের অভিজ্ঞতা বদলে যাচ্ছে। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও ‘রিলস’ হিসেবে গণ্য হবে।মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে মেটা জানায়, ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ার করা আরও সহজ ও আকর্ষণীয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক অ্যাপে থাকা ‘ভিডিও’ ট্যাবের নামও বদলে রাখা হবে ‘রিলস’। এই পরিবর্তন ধাপে ধাপে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে।

বিজ্ঞাপন

নতুন এই ফিচারের আওতায় ছোট, বড় কিংবা লাইভ—সব ধরনের ভিডিও কনটেন্টই রিলস হিসেবে আপলোড ও শেয়ার করা যাবে। রিলসের জন্য কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ফরম্যাটের বাধ্যবাধকতা থাকছে না। 

আরও পড়ুন

পুরনো ভিডিও কনটেন্টের বিষয়ে মেটা আশ্বস্ত করেছে, যেসব ভিডিও আগে আপলোড করা হয়েছে, সেগুলো যথাস্থানে থাকবে। নতুন ‘রিলস’ ট্যাবে সেগুলোও সহজেই খুঁজে পাওয়া যাবে।

এই সিদ্ধান্তে বোঝাই যাচ্ছে, ফেসবুক শর্ট ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্যবহারকারীর সম্পৃক্ততা আরও বাড়াতে চায়। পাশাপাশি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতাতেও শক্ত অবস্থান নিতে চাইছে মেটা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |