ডেটা বাঁচাতে চাইলে এই নিয়মগুলো অনুসরণ করুন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ১২:০০ পিএম


ডেটা বাঁচাতে চাইলে এই নিয়মগুলো অনুসরণ করুন
ছবি:কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

২০২৫ সালে অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাসে পরিবর্তন আনছেন। কেউ নিরাপত্তাজনিত শঙ্কায়, আবার কেউ মেটা প্ল্যাটফর্মে ফ্যাক্ট-চেকিং বন্ধ হওয়ার সিদ্ধান্তে হতাশ হয়ে ফেসবুক ছাড়ার পরিকল্পনা করছেন। তবে ফেসবুক ছাড়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় ডেটা মুছে ফেলা।

বিজ্ঞাপন

ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করলে ব্যবহারকারীর তথ্য নিরাপদে থেকে যাবে এবং ভবিষ্যতে ঝামেলা এড়ানো যাবে।

নিচে ধাপে ধাপে সেই নির্দেশনাগুলো তুলে ধরা হলো:

বিজ্ঞাপন

১. তৃতীয় পক্ষের অ্যাপ থেকে ফেসবুক লগইন সরান
অনেকেই স্পটিফাই, ডোরড্যাশ বা অন্য বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ফেসবুক ব্যবহার করে লগইন করেন। অ্যাকাউন্ট ডিলিট করলে এসব অ্যাকাউন্টে আর প্রবেশ করা যাবে না, যদি আগেভাগে সেটিংস না পাল্টানো হয়।

পদ্ধতি:
 Settings & Privacy → Settings → Apps and Websites
যেসব অ্যাপে ফেসবুক দিয়ে লগইন করা, সেগুলোর পাশে থাকা Remove অপশনে ক্লিক করে সরিয়ে দিন সংশ্লিষ্ট অ্যাপে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন বা ভিন্ন লগইন পদ্ধতি নির্বাচন করুন

২. ডিএকটিভেশন বনাম ডিলিট বুঝে সিদ্ধান্ত নিন
ডিএকটিভেশন মানে সাময়িক বিরতি। চাইলে পরে ফেরত আসা যাবে।
ডিলিট মানে সম্পূর্ণভাবে মুছে ফেলা—৩০ দিনের মধ্যে রিকভার না করলে একেবারেই ফিরে আসা যাবে না। ফিরে আসার সুযোগ আছে ৩০ দিনের মধ্যে রিকভার না করলে নেই।

বিজ্ঞাপন

ডিএকটিভ = সাময়িক বন্ধ
ডিলিট = চিরতরে মুছে যাবে!

বিজ্ঞাপন

৩. আপনার সব ডেটা ডাউনলোড করুন
ফেসবুক ছাড়ার আগে নিজের পোস্ট, ছবি, মেসেজ, কমেন্ট, রিঅ্যাকশনসহ যাবতীয় তথ্য ডাউনলোড করে রাখা অত্যন্ত জরুরি।

পদ্ধতি:
Settings & Privacy → Settings → Account Center → Your Information and Permissions → Download Your Information → Download or Transfer Information
Available Information/Data Logs নির্বাচন করুন
Download to Device নির্বাচন করুন
Date Range: All Time
Media Quality: High
Create Files ক্লিক করুন

ডেটা প্রস্তুত হলে ব্যবহারকারীকে ই-মেইলে জানানো হবে। এটি কিছুটা সময় নিতে পারে।

৪. সবশেষে অ্যাকাউন্ট ডিলিট করুন
ডেটা ডাউনলোড করার পর অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে:

পদ্ধতি:
Settings & Privacy → Settings → Account Center → Personal Details → Account Ownership and Control → Deactivation or Deletion → Delete Account → Continue

প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে ডিলিট সম্পন্ন করুন। তবে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত বদলালে ফের লগইন করে প্রক্রিয়া বাতিল করা যাবে। সময়সীমা পেরিয়ে গেলে আর ফেরানো যাবে না।

আরও পড়ুন

নিরাপদ সিদ্ধান্ত, সচেতন পদক্ষেপ: 

ডিজিটাল যুগে তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক ছাড়ার সিদ্ধান্ত যদি নিশ্চিত হয়ে থাকেন, তবে ওপরের ধাপগুলো মেনে চললেই আপনি আপনার মূল্যবান ডেটা নিরাপদে রেখে প্রোফাইল মুছে ফেলতে পারবেন বিনা ঝামেলায়।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission