ঢাকা

ফেসবুক যেন শোক বই

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮ , ১২:১০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার খবরটি বাংলাদেশের জন্য গভীর বেদনার। সকালে মিরপুর বস্তিতে আগুন আর বিকেলে বিমান দুর্ঘটনার খবরে শোকের ছায়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুরো বাংলাদেশ যেন বেদনা আর শোকের আবহে ঢেকে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হয়ে উঠেছে যেন শোক বই। অনেকেই ফেসবুকে লিখেছেন স্ট্যাটাস।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ লিখেছেন, ‘নেপালে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা শোকাহত।’চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা তার ফেসবুকে লিখেছেন, ‘এই রাত যেনো না আসে আর আমার বাংলাদেশে।’মিরপুরের আগুল লাগার খবরের একটি অনলাইন পোর্টালের লিংক নিজের ওয়ালে শেয়ার করে অমিতাভ রেজা লিখেছেন, ‘কতো সহজে পুড়ে যায় আমাদের সভ্যতা।’ 

--------------------------------------------------------
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় বেঁচে নেই কোনো ক্রু
--------------------------------------------------------

বিজ্ঞাপন

স্বামী-সন্তানের সঙ্গে একাধিক ছবি ফেসবুকে শেয়ার করে কলকাতা থেকে অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘বুকের ভেতরের কষ্টটা কমছে না বরং বাড়ছে। ক্রমশ নিজের সাথে মিলিয়ে ফেলছি। অসুস্থদের জন্য কি দোয়া করবো বুঝতে পারছি না। তারা সুস্থ হয়ে ফিরে আসুক? কেমন সুস্থ? শরীরের ক্ষত মুছে যাক নাকি মনের ক্ষত নাকি যে ভয়ংকর ঘটনার সাক্ষী হল তা? পাশের প্রিয়জন, নিজের চেয়ে প্রিয় সন্তান চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিছুই করার নাই। এই কষ্ট অথবা পুরোপুরি আগের মতো সুস্থ শরীর না পাওয়ার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা। কোনটাকে সুস্থ জীবন বলতে পারি? বেঁচেতো গেল সে, যে আসলে ফিরলো না। একা যদি যাই কখনো তবে অবশ্যই ফিরতে চাই তোমাদের কাছে। তোমাদের রেখে যেন কখনো আমার ফিরতে না হয় ঘরে।’

অভিনয় শিল্পী সংঘের বরাত দিয়ে সংগঠনটির সহসভাপতি তানভীন সুইটি লিখেছেন, ‘ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত ও আহত এবং মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত, আহত, নিঃস্ব পরিবারের সকলের প্রতি গভীর শোক, সমবেদনা জ্ঞাপন করছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। সৃষ্টিকর্তা সকল নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুক।’

চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন লিখেছেন, ‘ইশ, মেইনটেন্স নিয়ে আমি কতবার আশঙ্কার কথা বলেছি, কতবার। আমাদের রক্ষা করুন।’ অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমরা মর্মাহত, শোকাহত।’

বিজ্ঞাপন

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘আহা রে জীবন! বুকটার ভেতর তছনছ করছে এদের স্বজনদের কথা ভেবে। টেলিভিশন নিউজ থেকে চোখ সরাতে পারছি না। এতো লাশ বাংলাদেশকে বইতে হবে।’

অভিনেত্রী রুনা খান লিখেন, ‘আহারে, আহারে! কি মৃত্যু রে! হায়রে আল্লাহ! চোখের পানি ধরে রাখতে পারতেছিনা। আহা, আহা!’

অভিনেতা ইরেশ যাকের লিখেছেন, ‘ইউএস বাংলা কাঠমান্ডু ফ্লাইট এবং তাদের পরিবারের যাত্রীদের জন্য প্রার্থনা।’একই কথা লিখে ফেসবুকে শোক জানান অভিনেত্রী ভাবনা। সঙ্গীতশিল্পী শফিক তুহীন লিখেছেন, ‘এমন খবরে সত্যিই আমরা স্তব্ধ।’

আরও পড়ুন:

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |